টেস্টে শচীনের রানের রেকর্ড ভাঙবেন কে, পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী
ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি রান ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের। টেস্টেও রান সংগ্রাহকদের তালিকায় সবার ওপরে তার নাম। তবে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক অস্ট্রেলিয়ার রিকি পন্টিং মনে করেন, শচীনের রেকর্ড খুব দ্রুতই ভেঙে দেবেন ইংলিশ ব্যাটার জো রুট।
কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এজবাস্টন টেস্ট চলাকালে টেস্টে ১২ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন রুট। টেস্ট ক্রিকেট ইতিহাসে যেটি মাত্র সপ্তম ঘটনা। বর্তমানে ১৪৩ টেস্ট খেলা রুটের রান ১২ হাজার ২৭। ৫০.১১ গড় নিয়ে ৩২ সেঞ্চুরি ও ৬৩ ফিফটিতে এই রান করেছেন তিনি। খুব শীঘ্রই শ্রীলংকার কুমার সাঙ্গাকারা (১২ হাজার ৪০০) ও সাবেক সতীর্থ অ্যালিস্টার কুককে (১২ হাজার ৪৭২) ছাড়িয়ে যেতে পারেন তিনি।
টেস্টে সবচেয়ে বেশি রান টেন্ডুলকারের। ২০০ টেস্ট খেলে ১৫ হাজার ৯২১ রান করেছেন এই কিংবদন্তি ব্যাটার। ১৬৮ টেস্টে ১৩ হাজার ৩৭৮ রান করে দুইয়ে অস্ট্রেলিয়ার পন্টিং।
রুটকে নিয়ে পন্টিংয়ের ভাষ্য, সে (রুট) হয়তো করে ফেলবে। তার বয়স মাত্র ৩৩...৩ হাজার রান পিছিয়ে আছে। এটা নির্ভর করে কতটি টেস্ট ম্যাচ তারা (ইংল্যান্ড) খেলবে তার ওপর। কিন্তু তারা যদি প্রতি বছর ১০ থেকে ১৪টি টেস্ট ম্যাচ খেলে এবং তুমি (রুট) যদি ৮০০ থেকে ১ হাজার রান করতে পারো, তাহলে বলা যায় সেখানে (শচীনের রান অতিক্রম) যেতে তার মাত্র ৩-৪ বছর লাগবে। তখন তার বয়স হবে ৩৭।
এখনকার মতো রানের ক্ষুধা থাকলে রুট শচীনকে ছাড়াতে পারবেন বলেই বিশ্বাস পন্টিংয়ের। তিনি বলেন, যদি তার (রান) ক্ষুধা এখনো থাকে, তাহলে তার সেটি (শচীনের রেকর্ড) ভাঙার সম্ভাবনা অত্যন্ত বেশি। সে এমন একজন যে বিগত কয়েক বছরে শুধু উন্নতিই করেছে।