রিয়ালের হয়ে সবচেয়ে বেশি শিরোপা এখন মদ্রিচের
উয়েফা সুপার কাপে গতকাল রাতে ইতালিয়ান ক্লাব আতালান্তাকে হারিয়ে শিরোপা জেতে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এই শিরোপার মাধ্যমে রিয়ালের হয়ে ২৭টি শিরোপা জিতলেন মিডফিল্ডার লুকা মদ্রিচ। লস ব্লাঙ্কোসদের হয়ে এত বেশি শিরোপা জয়ের রেকর্ড নেই আর কারও।
২০১২ সালে ইংল্যান্ড প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম থেকে রিয়ালে আসেন মদ্রিচ। আস্তে আস্তে দলটির প্রাণভোমড়া হয়ে ওঠেন এই মিডফিল্ডার। দলের শিরোপা জয়ে রাখেন বড় ভূমিকা। দেশ ও ক্লাবের হয়ে দুরন্ত পারফরম্যান্সের কারণে ২০১৮ সালে তার হাতে ওঠে ব্যালন ডি`অর ট্রফিও।
রিয়ালের হয়ে ১২ বছরের ক্যারিয়ারে ৫৩০টি ম্যাচ খেলেছেন মদ্রিচ। এই সময়ের মধ্যেই রিয়ালের হয়ে তিনি জেতেন ২৭টি শিরোপা। যার সবশেষ নজির গতকালের উয়েফা সুপার কাজ জয়। আতালান্তাকে গতকাল ২-০ গোলে হারায় তারকায় ঠাসা রিয়াল। ক্লাবটির হয়ে অভিষেকেই দুর্দান্ত এক গোল দেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।
রিয়ালের সুপার কাপের এই ট্রফি উঁচিয়ে ধরেন অধিনায়ক মদ্রিচ। অধিনায়ক হিসেবে এই প্রথম শিরোপা জিতলেন তিনি। রিয়ালের হয়ে মদ্রিচের ২৭টি শিরোপার মধ্যে আছে- পাঁচটি উয়েফা সুপার কাপ, ছয়টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা, পাঁটি ক্লাব বিশ্বকাপ, চারটি লা লিগা, পাঁচটি স্প্যানিশ সুপার কাপ এবং দুইটি কোপা দেলরে`র শিরোপা।
৩৮ বছর বয়সী মদ্রিচের চেয়ে একটি শিরোপা কম রিয়ালের সাবেক অধিনায়ক নাচো ফের্নান্দেজের। গত মৌসুম শেষেই রিয়ালকে বিদায় জানিয়েছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। সবশেষ ইউরোজয়ী দানি কারভাহালের ঝুলিতেও আছে ২৬টি শিরোপা। এছাড়া সাবেক দুই ফুটবলার করিম বেনজেমা ও মার্সেলো রিয়ালের হয়ে জিতেছেন ২৫টি করে শিরোপা।