কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন নিউজিল্যান্ডের ২ ক্রিকেটার
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেছেন টপ অর্ডার ব্যাটার ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন। আজ বৃহস্পতিবার তাদের এই সিদ্ধান্তের কথা জানায় নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জোর দিতেই এই সিদ্ধান্ত নেন এই দুই কিউই ব্যাটার।
যদিও কনওয়ে নিউজিল্যান্ডের সঙ্গে বিশেষ এক চুক্তির মাধ্যমে জাতীয় দলের হয়ে খেলবেন। এর মানে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে সাংঘর্ষিক না হলে নিউজিল্যান্ডের হয়ে খেলবেন তিনি। সম্প্রতি একই পথে হেঁটেছেন কেন উইলিয়ামসন। শ্রীলংকার বিপক্ষে সাদা বলের সিরিজ বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিউজিল্যান্ড বোর্ডের সঙ্গে একই চুক্তি পেসার অ্যাডাম মিলনে ও লোকি ফার্গুসনের।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে কনওয়ে জানিয়েছেন, পরিবারের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কনওয়ে বলেছেন, ‘ব্লাক ক্যাপসদের হয়ে খেলা আমার জন্য এখনো সর্বোচ্চ গর্বের বিষয় এবং নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলা জিততে পারা আমার জন্য বিশাল ব্যাপার। কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্তটি আমি হালকাভাবে নিইনি, কিন্তু আমি বিশ্বাস করি বর্তমান সময়ে এটা আমার ও আমার পরিবারের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’
আইপিএলে চেন্নাইয়ের হয়ে নিয়মিতই খেলছেন কনওয়ে। তবে ২৫ বছর বয়সী কনওয়ে এখনো আইপিএলে নিয়মিত হতে পারেননি। তবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস এবং ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে বার্মিংহাম ফোয়েনিক্স ও সাউদার্ন ব্রেভের হয়ে খেলেছেন তিনি।