বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে কথা বলছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে ভারত এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি বলেছেন, ‘বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারত ও এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সহিংসতার অবসানে ভারতের সাথে সম্মিলিতভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র।’
প্যাটেলকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি?
জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘এই বিষয়ে আমি ব্যক্তিগত কিংবা কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না। তবে আমরা বাংলাদেশে সহিংসতার অবসান, জবাবদিহিতা এবং আইনের শাসনের জন্য চাপ অব্যাহত রাখছি। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমরা ভারতের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সাথেও যোগাযোগ করছি।’
আরও পড়ুন:
‘হামাসকে ধ্বংস করা যাবে না’
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস দেশটির জনগণকে শান্ত এবং সাম্প্রতিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। তার এ আহ্বানকে স্বাগত জানিয়েছেন বেদান্ত প্যাটেল। তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষায় নতুন সরকারের লক্ষ্যকে স্বাগত জানাই।’
এরপর তাকে প্রশ্ন করা হয়, দুজন ভারতীয় মার্কিন কংগ্রেসম্যান পৃথক দুই চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে বাংলাদেশ বসবাসরত হিন্দুদের সুরক্ষায় হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে মন্ত্রীর পদক্ষেপ কী?
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্যাটেল বলেন, ‘আমরা কংগ্রেসে নিয়মিতই আমাদের পার্টনারদের সঙ্গে যোগাযোগ রাখি। চিঠির ব্যাপারে আমরা বিস্তারিত আলাপ করছি না। তবে আমরা জানাতে চাই যে ড. ইউনূস যে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন আমরা তাকে স্বাগত জানাই।’
গত ৫ আগস্ট প্রবল জন আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। এরপর ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?