পাকিস্তানে ব্যাটারদের পর হতাশ করলেন বোলাররাও
পাকিস্তান শাহিনসের ('এ' দল) বিরুদ্ধে প্রথম দিনে মাত্র ১২২ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। বৃষ্টির বাঁধায় ওইদিন অর্ধেক সময়ই খেলা হয়নি। ফলে বিনা উইকেটে ২ রান নিয়ে দিন শেষ করে পাকিস্তান শাহিনস। তবে দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলারদের হতাশায় ফেলে দারুণ ব্যাট করে দলটি।
হাসান মাহমুদ-তানজিম হাসান সাকিবদের তুলোধুনো করে দিন দলটি তুলে নেয় আরও ৩৬৫ রান। উইকেট হারায় মাত্র ৪টি। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে প্রথম চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে ২৪৫ রানে এগিয়ে আছে পাকিস্তান শাহিনস।
এদিন দুর্দান্ত ইনিংস খেলেন উমর আমিন। ২১১ বলে ২৩ চার ও ৩ ছক্কায় ১৭৭ রান করেন তিনি। প্রথম শ্রেনির ক্যারিয়ারে এটি তার ৩২তম সেঞ্চুরি। এছাড়া ৭৬ রান করেন সৌদ শাকিল। ১৩২ বলে ৯টি চারের মাধ্যমে এই রান করেন তিনি।
পাকিস্তান ইনিংসে ২১ রানের মাথায়ই উইকেট পেয়েছিলেন তানজিম সাকিব। ফিরিয়ে দিয়েছিলেন সাইম আইয়ুবকে। আরেক ওপেনার মোহাম্মদ হুরাইরাকে নিয়ে ৯৬ রানের জুটি গড়েন আমিন। ৩৯ রান করে হুরাইরা আউট হলেও অবিচল ছিলেন আমিন। তৃতীয় উইকেটে শাকিলকে নিয়ে গড়েন ১৯৫ রানের জুটি। শেষ বিকেলে দুজনে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের শিকারে পরিণত হন। তবে আর উইকেট পড়তে দেননি কামরান গুলাম ও সাদ খান। অবিচ্ছিন্ন জুটিতে তারা যোগ করেন ৪৫ রান।