‘কোচ ও খেলোয়াড়দের মধ্যে সমস্যা ভাষা’, নাসিমের উল্টো সুর মাসুদের
পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহ কয়েক দিন আগে বলেছিলেন, বিদেশি কোচদের অধীনে খেলোয়াড়দের কাজ করার ক্ষেত্রে একটি বড় সমস্যা ভাষা। তবে এই বক্তব্যের সঙ্গে একমত নন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ।
পাকিস্তানের নতুন টেস্ট কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পিকে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই যাত্রা শুরু হচ্ছে তার।
নাসিম বলেছিলেন, ‘বিদেশি কোচদের সঙ্গে ভাষা নিয়ে সমস্যা আছে। আমাদের এমন একজন দরকার যিনি অনুবাদ করতে পারবেন। নিজের ভাষার কারো সঙ্গে যোগাযোগ করা সহজ হয়।’
নাসিমের এই কথার সঙ্গে দ্বিমত জানিয়ে মাসুদ তুলে এনেছেন মিকি আর্থারের কথা। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার এর আগে পাকিস্তানের কোচ ছিলেন।
মাসুদ বলেন, ‘আমার মনে হয় যোগাযোগে (খেলোয়াড় ও কোচের মধ্যে) কোনো সমস্যা নেই। আমাদের সবাই ভিন্ন ভিন্ন ড্রেসিংরুমে অনেক সময় কাটিয়েছি। মিকির (আর্থার) আগেও বিদেশি কোচ এসেছে। মিকি দুবার এসেছেন। ভিন্ন ভিন্ন সহকারী বিদেশি কোচও এসেছেন।’
পাকিস্তানের সাপোর্ট স্টাফরাও বেশিরভাগ বিদেশ থেকে গেছেন উল্লেখ করে মাসুদ আরও বলেন, ‘এমনকি আমাদের সাপোর্ট স্টাফ, স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ, ফিজিও; তারাও বিদেশ থেকে এসেছেন। তাই আমার মনে হয় ক্রিকেটাররা অনেক কিছু শিখেছেন, ভিন্ন ভিন্ন লিগে খেলেছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন। এমনকি কিছু ক্রিকেটার ইংল্যান্ডেও গিয়েছেন এবং সেখানকার ক্লাব ক্রিকেটে খেলেছেন।’