ভারতের বোলিং কোচ মরকেলের যাত্রা শুরু বাংলাদেশ ম্যাচ দিয়ে

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, ১৮:২৮
শেয়ার :
ভারতের বোলিং কোচ মরকেলের যাত্রা শুরু বাংলাদেশ ম্যাচ দিয়ে

ভারতের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেল। বার্তা সংস্থা পিটিআইকে এই তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহ। আগামী সেপ্টেম্বরের ১৯ তারিখ বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্টই হচ্ছে মরকেলের প্রথম অ্যাসাইনমেন্ট। 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বোলিং কোচ ছিলেন মরকেল। এছাড়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন মরকেল। সাবেক এই পেসারের নিয়োগের তথ্য নিশ্চিত করে জয় শাহ বলেন, ‘হ্যাঁ, ভারত পুরুষ দলের বোলিং কোচ হিসেবে মরনে মরকেলকে নিয়োগ দেওয়া হয়েছে।’

বোলিং কোচ হিসেবে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের প্রধান পছন্দ ছিলেন ৩৯ বছর বয়সী মরকেল। লক্ষ্ণৌতে একসঙ্গে কাজ করেছেন তারা। দেশের হয়ে ৮৬টি টেস্ট, ১১৭ ওয়ানডে এবং ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন মরকেল। সব সংস্করণ মিলিয়ে ৫৪৪ উইকেট নিয়েছেন তিনি। 

গম্ভীরের সঙ্গে মরকেলের সম্পর্ক অনেক আগের। ২০১৪ সালে গম্ভীর যখন কলকাতার অধিনায়ক হন তখন বোলার হিসেবে মরকেলকে চেয়েছিলেন তিনি। পরে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বোলার হিসেবে মরকেলকেই সবচেয়ে বেশি ভয় পেতেন তিনি। তবে এই দুজনের সম্পর্ক গভীর হয় লক্ষ্ণৌয়ের কোচ থাকার সময়ে।