বায়ার্ন থেকে ডি লিট-মাজরাউয়িকে নিয়ে এল ইউনাইটেড
বায়ার্ন মিউনিখের দুই ফুটবলার ম্যাথিজ ডি লিট ও নুসাইর মাজরাউয়িকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল মঙ্গলবার জার্মান ক্লাবটি থেকে এই দুই ফুটবলারকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় ইউনাইটেড।
কত টাকা দিয়ে ডি লিট ও মাজরাউয়িকে ইংল্যান্ডে আনা হয়েছে সেটি এখনো প্রকাশে করেছি ম্যানইউ। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, দুজনকে ৬০ মিলিয়ন পাউন্ডের (৭৭ মিলিয়ান ইউএস ডলার, ৭০ মিলিয়ন ইউরো) বিনিময়ে এই দুজনকে দলে ভেড়ানো হয়েছে।
২৫ বছর বয়সী রক্ষণাত্মক মিডফিল্ডার ডি লিট এর আগেও আয়াক্সে ইউনাইটেডের বর্তমান কোচ এরিক টেন হাগের অধীনে খেলেছেন। এর আগে লিগ জিতেছেন তিনটি দেশের ক্লাবে- আয়াক্স (নেদারল্যান্ডস), জুভেন্টাস (ইতালি) ও বায়ার্ন মিউনিখ (জার্মানি)। এবার ইউনাইটেডে তিনি যোগ দিলেন পাঁচ বছরের চুক্তি ও এক বছর অতিরিক্ত থাকা যাবে এই শর্তে। ডাচ এই তারকা বলেন, ‘যখনই আমি শুনেছি ম্যানচেস্টার ইউনাইটেড আমাকে চায়, আমি এক ধরনের উত্তেজনা অনুভব করেছি যে ঐতিহাসিক ক্লাবটিতে নতুন চ্যালেঞ্জ নিতে পারব আমি।’
ডি লিট আরও বলেন, ‘(ম্যানচেস্টার ইউনাইটেডের) ফুটবল নেতৃত্বের সংকল্প এবং আমার ভূমিকা নিয়ে তাদের পরিকল্পনা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমার ক্যারিয়ারের শুরুর গল্পটা এঁকে দিয়েছেন এরিক টেন হাগ। তিনি জানেন কীভাবে আমার সেরাটা বের করে আনতে হয়। আমি আবারও তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’
২৬ বছর বয়সী মাজরাউয়িও এর আগে টেন হাগের অধীনে আয়াক্সে খেলেছেন। ক্লাবটির হয়ে তিনটি লিগ জিতেছেন তিনি। পরে বায়ার্নের হয়ে জেতেন আরও একটি। মরক্কোর হয়ে ২৮ ম্যাচ খেলেছেন এই ফুল ব্যাক। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে তার দেশ। ইউনাইটেডের সঙ্গে তার চুক্তি চার বছরের। এছাড়া আরও এক বছর অতিরিক্ত থাকার সুযোগ থাকছে।