বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে ‘সতর্কবার্তা’
কয়েকদিন পরই পাকিস্তানের মাটিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক দেশটির ২ ম্যাচের টেস্ট সিরিজ। তবে সিরিজটির আগে পাকিস্তানের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা প্রকাশ করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলি।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বার্তায় বাসিত দেশটিতে সম্প্রতি হওয়া হামলাগুলোর কথা উল্লেখ করেছেন। প্রসঙ্গত, সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় বেশ কয়েকজন পাকিস্তান সৈন্য মৃত্যুবরণ করেছেন। আগামী সময়গুলোতে বেশ কয়েকটি দলের সফর থাকায় পাকিস্তান সরকারকে নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সফর করবে। এছাড়া আগামী বছর দেশটিতে চ্যাম্পিয়নস ট্রফির আসরও বসার কথা।
বাসিত বলেন, ‘যেহেতু বাংলাদেশের পর ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পরে চ্যাম্পিয়নস ট্রফি হবে (পাকিস্তানে), অবশ্যই আমাদের নিরাপত্তার ওপর জোর দিতে হবে। ঈশ্বর না করুক, এসব সফরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে চ্যাম্পিয়নস ট্রফিও হবে না। বেলুচিস্তান ও পেশোয়ারে আমাদের সৈন্যরা মারা যাচ্ছে। একমাত্র সরকারই এর জবাব দিতে পারে, কেন এমন হচ্ছে, কিন্তু এটা ভুল।’
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই দুই টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট হবে ২১ থেকে ২৫ আগস্ট। আর দ্বিতীয় টেস্টটি ৩০ আগস্ট থেকে শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা। এই সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।
দেশটিতে সফর করা দলগুলোকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি মানের নিরাপত্তা দেওয়ারও দাবি জানিয়েছেন বাসিত, ‘আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে কোনো ছোট বিষয়েও নিরাপত্তার ঘাটতি না হয়। বিদেশি দলগুলোকে আমাদের দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মতোই নিরাপত্তা দেওয়া উচিত। আমি নিশ্চিত মহসিন নকভি এই ব্যাপারগুলো নিয়ে সচেতন হবেন।’