পাপন কোথায় আছেন, যা বললেন সুজন

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, ০৯:০৯
শেয়ার :
পাপন কোথায় আছেন, যা বললেন সুজন

সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন কোথায় আছেন? দেশের পটপরিবর্তনে বদলে গেছে কিছুই। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এরপর থেকেই আত্মগোপনে নাজমুল হাসান পাপন।

জানা গেছে, তিনি ইংল্যান্ডে! বিসিবির প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ সুজন অবশ্য জানালেন, বোর্ড প্রেসিডেন্ট কোথায় আছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি সরকার পতন হওয়ার পর তার সঙ্গে পাপনের আর কোনো যোগাযোগও হয়নি। গতকাল এ বিষয়ে খালেদ মাহমুদ বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়নি এখনো। জানিও না উনি কোথায় আছেন, সেটা বলতে পারব না। যদিও উনি এখনো প্রেসিডেন্ট আছেন, পদত্যাগ করেননি।

আসিফ মাহমুদ এসেছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা, উনি সিদ্ধান্ত নেবেন।’ সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করেছেন বিসিবির কয়েকজন বোর্ড পরিচালক। আসিফ জানিয়েছেন, আইনের ভেতরে থেকেই বিসিবির নেতৃস্থানীয় পদে পরিবর্তনের চেষ্টা করা হবে। তিনি বলেছেন, ‘বিসিবি যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আইসিসির অধীনে, তাই আমরা প্রস্তাব করেছি বিসিবির যারা পরিচালক আছেন তারা এই বিষয়ে আইনি পন্থায় থেকে আইসিসির আইনি কাঠামোর ভেতরে থেকে কীভাবে সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না।’ খালেদ মাহমুদ জানালেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন কাউকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। সেটার একটা প্রাথমিক আলাপ হয়েছে, আমাদের গঠনতন্ত্র- আইনগত দিকটা কী বলে সেগুলো দেখার পর তাকে (আসিফ) হয়তো জানাতে হবে।’

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ বাংলাদেশ। ৩ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের আয়োজন নিয়ে শঙ্কা রয়েছে। খালেদ মাহমুদের আশা, শেষ পর্যন্ত বাংলাদেশেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমি চাই বিশ্বকাপটা যেন বাংলাদেশে হয়। দেশের ভাবমূর্তির একটা ব্যাপার থাকে। বিশ্বকাপটা এই সময়ের মধ্যে আমরা করতে পারলে সেটি সিগনিফিক্যান্ট ব্যাপার হবে। না করতে পারলে সত্যি বলতে গেলে, আনলাকি।’