ইন্টারে আরও ৩ বছর লাওতারো মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৪, ১৭:২৮
শেয়ার :
ইন্টারে আরও ৩ বছর লাওতারো মার্তিনেজ

ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ক্লাবটির অধিনায়ক লাওতারো মার্তিনেজ। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন এই স্ট্রাইকার ২০২৯ সালের জুন পর্যন্ত নেরাজ্জুরিদের হয়ে খেলবেন।

গতকল সোমবার ইন্টার এক বিবৃতি দিয়ে এই খবর নিশ্চিত করে। যেখানে মার্তিনেজের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত।

এর আগে নিজ দেশের ক্লাব রেসিং থেকে ২০১৮ সালে ইন্টারে পাড়ি দেন মার্তিনেজ। যেখানে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ২৮২ ম্যাচে তার গোল ১২৯টি।

ইন্টার গত মৌসুমে সিরি’আ শিরোপা ঘরে তোলে। চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় অবদান ছিল মার্তিনেজের। লিগের সর্বোচ্চ ২৪ গোল করে ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

এখন পর্যন্ত ইন্টারের জার্সিতে দুটি করে সিরি’আ, ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জিতেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।