পদত্যাগ করবেন না সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৪, ১৫:৩৭
শেয়ার :
পদত্যাগ করবেন না সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদ থেকে পদত্যাগ করবেন না কাজী সালাউদ্দিন। এমনকি পঞ্চম মেয়াদে ফের নির্বাচন করার ঘোষণাও দিয়েছেন তিনি। আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন হওয়ার কথা।

এর আগে গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর বাংলাদেশের ফুটবল–সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলে। আর গত রবিবার সংগঠনটি তাকে পদত্যাগের আলটিমেটাম দেয়।

যদিও কোনো আলটিমেটামকে গুরুত্ব দিচ্ছেন না ২০০৮ থেকে বাফুফের সভাপতি পদে থাকা সালাউদ্দিন। তিনি দেশের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি পদত্যাগ করব না। নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার। সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কীভাবে?’

ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম। কিন্তু কোথা থেকে কিছু ছেলেপেলে আমাকে হুমকি দেবে, এটা মেনে নেওয়া যায় না। ওরা (বাংলাদেশ ফুটবল আলট্রাস) বলেছে, আমাকে যেখানে পাবে, সেখানেই নাকি মারবে। এটা তো ওরা বলতে পারে না।’

‘আমি তো অন্যায় কিছু করিনি, কেন সরে যাব। সরে যাওয়ার পথ তো নির্বাচন। নির্বাচনে হারলে আমি চলে যাব। সে পর্যন্ত অপেক্ষা না করে কেন এসব হুমকি দেওয়া হচ্ছে? এতে আমি ভীত নই। প্রয়োজনে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রটেকশন চাইব। নাগরিক হিসেবে সে অধিকার আমার আছে।’-বলেন সালাউদ্দিন।

এদিকে সালাউদ্দিন মনে করিয়ে দেন বাফুফের নেতৃত্ব নিয়ে অগণতান্ত্রিক কিছু করার সুযোগ নেই। করলেই ২৪ ঘণ্টার মধ্যে নিষেধাজ্ঞায় পড়তে হবে। তিনি বলেন, ‘এএফসি থেকে আমাকে বলেছে, আমার কোনো সহায়তা লাগবে কি না। আমি বলেছি, কোনো কিছু দরকার নেই। সব ঠিক আছে। আমি তো দেশে এসব হুমকির কথা বলে দেশকে নিষেধাজ্ঞায় ফেলতে পারি না।’