অলিম্পিকে স্বর্ণ জিতে শ্বশুরের কাছ থেকে ষাঁড় উপহার পেলেন

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৪, ১৩:১৯
শেয়ার :
অলিম্পিকে স্বর্ণ জিতে শ্বশুরের কাছ থেকে ষাঁড় উপহার পেলেন

প্যারিস অলিম্পিকে পাকিস্তানকে স্বর্ণ জিতিয়ে ইতিহাস গড়েছেন আরশাদ নাদিম। তিনিই প্রথম অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে দেশটিকে স্বর্ণ পাইয়ে দেন। এবার প্যারিস থেকে দেশে ফেরার পরে তাকে ষাঁড় উপহার দিয়েছেন তারই শ্বশুর। পরে তিনি পাকিস্তান সরকারের কাছে তিনটি দাবি তুলেছেন।

আরশাদ দেশে ফিরে নিজের গ্রাম খানেওয়ালে যান। সেখানে যাওয়ার পরে শ্বশুর মুহম্মদ নওয়াজ তাকে একটি ষাঁড় উপহার দিয়েছেন। নওয়াজ জানিয়েছেন, তাদের গ্রামে এই উপহার খুব সম্মানের। তিনি বলেন, ‘সাফল্যের পরেও শিকড় কখনও ভোলেনি আরশাদ। ও এখনও গ্রামেই থাকে। বাবা, মা, ভাইদের দেখে। তাই ওকে সম্মান জানাতে এই উপহার দিয়েছি।’

এর আগে ছয় বছর আগে নওয়াজের ছোট মেয়ের সঙ্গে বিয়ে হয় আরশাদের। সেই সময় আরশাদ পেশাদার খেলোয়াড় ছিলেন না। নওয়াজ বলেন, ‘ছয় বছর আগে যখন আমার মেয়ের সঙ্গে আরশাদের বিয়ে হয়েছিল, তখন ও ছোট একটা চাকরি করত। কিন্তু জ্যাভলিন ছিল ওর নেশা। বাড়ির পাশের মাঠে ও জ্যাভলিন ছুড়ত। ধীরে ধীরে জ্যাভলিন খেলোয়াড় হয়ে গেল। এত দিনে স্বপ্ন সফল হয়েছে আরশাদের।’

আরশাদের কণ্ঠে অলিম্পিক্স থেকে ফিরে গ্রামের উন্নতির কথা শোনা গেয়েছে। তিনি বলেন, ‘আমার গ্রামে রাস্তা দরকার। রান্নার গ্যাসেরও অভাব রয়েছে। যদি সরকার এই দুটো দিক দেখে, তা হলে খুব ভালো হয়। আমার আর একটা স্বপ্ন আছে। পাশের শহর মিয়ান চান্নুতে যদি একটা বিশ্ববিদ্যালয় হয় তা হলে গ্রামের মেয়েরা সেখানে পড়তে যেতে পারবে। তাদের দেড়- দু’ঘণ্টা দূরে মুলতানে যেতে হবে না। বিশ্ববিদ্যালয় হলে গোটা এলাকার উন্নতি হবে।’

আরশাদ প্যারিসে ৯২.৯৭ মিটার ছুড়ে স্বর্ণ জেতেন । তিনিই একমাত্র যিনি দু’বার ৯০ মিটারের বেশি ছোড়েন। দ্বিতীয় স্থানে শেষ করে রুপা জিতেছেন নীরজ চোপড়া। ৮৯.৪৫ মিটার ছুড়েছেন ভারতীয় তারকা। গতবার টোকিওতে স্বর্ণ জিতলেও এ বার রুপা জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।