সিফান হাসানের ইতিহাস, মিশেলের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৪, ২১:৪৭
শেয়ার :
সিফান হাসানের ইতিহাস, মিশেলের বিশ্ব রেকর্ড

 প্যারিস অলিম্পিকে দূরপাল্লার দৌড়ে রেকর্ড গড়ে সোনা জিতেছেন নেদারল্যান্ডসের সিফান হাসান। অন্যদিকে মডার্ন পেন্টাথলনে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন হাঙ্গেরির মিশেল গুইয়াশ।

মেয়েদের ম্যারাথনে ৪২.১৯৫ কিলোমিটারের দৌড় সিফান শেষ করেছেন ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ড সময় নিয়ে। তিনি ভেঙেছেন ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ইথিউপিয়ার টিকি জেলানার গড়া রেকর্ড। জেলানা তার দৌড় শেষ করেছিলেন ২ ঘণ্টা ২৩ মিনিট ০৭ সেকেন্ডে। মজার ব্যাপার হচ্ছে, এই সিফানও ইথিউপিয়ান বংশোদ্ভূত।

এবারের ম্যারাথনে সিফান হারিয়েছেন আরেক ইথিউপিয়ানকে। ২ ঘণ্টা ২২ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে অর্থাৎ সিফানের চেয়ে মাত্র ৩ সেকেন্ড সময় কম নিয়ে রুপা জিতেছেন ইথিউপিয়ার আসিফা। আর ২ ঘণ্টা ২৩ মিনিট ১০ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ জিতেছেন কেনিয়ার হেলেন ওবেরি।

এদিকে, অলিম্পিকে প্রথম পদকেই বাজিমাত মিশেল গুইয়াশের। মডার্ন পেন্টাথলনে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন হাঙ্গেরির এই নারী অ্যাথলেট। শুটিং (পিস্তল), ফেন্সিং, ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার, জাম্পিং এবং ৩.২ কিলোমিটার দৌড়- এই পাঁচ ইভেন্ট মিলিয়ে ১৪৬১ স্কোর করে সেরা হয়েছেন মিশেল। এর আগে এই ইভেন্টে সর্বোচ্চ পয়েন্ট ছিল ইতালির এলিস সোতেরোর (১৪৪৩)। এবারের ইভেন্টে ১৪৫২ স্কোর গড়ে রুপা পেয়েছেন স্বাগতিক ফ্রান্সের এলোডি ক্লুভেল।