অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এইচপির বড় জয়

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৪, ১২:০২
শেয়ার :
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এইচপির বড় জয়

পারভেজ হোসেন ইমনের হাফসেঞ্চুরি ও বোলারদের দাপটে মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স স্কোয়াড। আজ রবিবার অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে এ জয় পায় এইচপি।

এদিন প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ১৫ ওভার ২ বলে ৯৩ রানে অলআউট হয়ে যায় মেলবোর্ন। 

টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার তেমন ভালো কিছু করতে পারেননি। ১০ বলে ১০ রান করে জিশান আলম আউট হন। ৯ বলে ১৭ রান করে তানজিদ হাসান তামিম। তবে তিন নম্বরে খেলতে নেমে দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন। হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।

চারে খেলতে নেমে আফিফ হোসেন ধ্রুব ফেরেন শূন্য রানে। ৭ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৬৯ রান করে আউট হন ইমন। অধিনায়ক আকবর আলী ১৮ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন। ২৫ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন শামীম হোসেন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের দাপটে মেলবোর্ন রেনেগেডস সুবিধা করতে পারেনি। দলটির পক্ষে ১৫ বলে সর্বোচ্চ ১৯ রান করেন জশ ব্রাউন। ১০ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন মার্কাস হ্যারিস।

রিপন মণ্ডল বাংলাদেশের হয়ে ৩ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন। ৩ ওভার ২ বলে ২১ রান দিয়ে ৩ উইকেট পান রাকিবুল ইসলামও। দুটি করে উইকেট নেন আলিস আল ইসলাম ও আবু হায়দার রনি।