কোচিং ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় কোনটি, জানালেন দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২৪, ১৭:০২
শেয়ার :
কোচিং ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় কোনটি, জানালেন দ্রাবিড়

২০২১ সালে ভারতের কোচ হয়ে আসার পর রাহুল দ্রাবিড়ের অধীনে তিনটি আইসিসি ট্রফির ফাইনাল খেলেছে ভারত। আগের দুই ফাইনালে ব্যর্থ হলেও সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার স্বাগ গ্রহণ করে দ্রাবিড়ের ভারত। এর পরই ভারতের কোচের পদ ছাড়েন তিনি। এছাড়া তার অধীনে এশিয়া কাপও জেতে ভারত। 

ভারত দলের হয়ে পথচলা সফল হলেও হৃদয় ভাঙার ঘটনাও ঘটেছে দ্রাবিড়ের সঙ্গে। মনে করা হয়েছিল, ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারই ভারতের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। তবে ৫১ বছর বয়সী দ্রাবিড় শোনালেন অন্য ঘটনা। 

২০২১ সালের শেষের দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় ভারত। এরপর দেশটির কোচের পদ ছাড়েন রবি শাস্ত্রী, দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। মাঠ ও মাঠের বাইরে বেশ অস্থির সময় চলছিল ভারতের ক্রিকেটাঙ্গনে। টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। ওয়ানডে সংস্করণ থেকেও কোহলিকে সরিয়ে দেন তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। 

সেই ঘটনার পরপরই দক্ষিণ আফ্রিকায় ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যায় ভারত। সেই সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় রোহিত শর্মাবিহীন ভারত। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি কোহলি। সেই টেস্টে নেতৃত্বে ছিলেন লোকেশ রাহুল। দ্বিতীয় ম্যাচে হেরে যায় ভারত। তৃতীয় ম্যাচে কোহলি ফিরলেও জিততে পারেনি দল। 

ইএসপিএনক্রিকইনফোকে দ্রাবিড় বলেন, ‘আপনি যদি সবচেয়ে খারাপ সময়ের কথা বলেন, আমি বলব (কোচিং) ক্যারিয়ারের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্ট সিরিজ। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টটি আমরা জিতেছিলাম। এরপর দ্বিতীয় ও তৃতীয় টেস্ট খেলি। আপনারা জানেন, আমরা কখনো দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ জিতিনি। সিরিজ জেতার সেটা ছিল মোক্ষম সুযোগ। আমাদের দলে কিছু সিনিয়র খেলোয়াড় ছিল না। রোহিত শর্মা ইনজুরি আক্রান্ত ছিল। তবে আমরা দুই টেস্টেই খুব কাছাকাছি (জয়ের) চলে গিয়েছিলাম।’