ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৪, ১১:০৪
শেয়ার :
ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল যুক্তরাজ্য

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য।

গতকাল শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।

যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে দেওয়া ওই বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানায়। বাংলাদেশের জনগণের স্বার্থে দেশটিতে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে।

ডেভিড ল্যামি বলেন, ‘আমরা নতুন করে যেকোনো ধরনের সহিংসতা ও প্রাণহানি রোধ করতে সবার প্রতি আহ্বান জানাই।’

বিবৃতিতে তিনি আরও বলেন, জবাবদিহি ও একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে শান্তিপূর্ণ যাত্রা বাংলাদেশের জনগণের প্রাপ্য।

প্রসঙ্গত, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। প্রধান উপদেষ্টাসহ এ সরকারে ১৭ জন সদস্য অন্তর্ভূক্ত হলেও তিনজন সদস্য এখনও শপথ নেননি। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন হয়েছে।