মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক প্যাটেল

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৪, ১০:৪৩
শেয়ার :
মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক প্যাটেল

স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান প্যাটেল আর নেই। দীর্ঘদিন ক্যানসারে ভুগে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও তহবিল সংগ্রহে অগ্রণী ভূমিকা রেখেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা। সেই দলের একজন গর্বিত সদস্য ছিলেন প্যাটেল।

দীর্ঘ এক বছর ধরেই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শেষ কয়েক দিন বাংলাদেশ পরিস্থিতিতেও নজর রেখেছেন। গত ২০ জুলাই বাংলাদেশের ছাত্রদের বাঁচাতে ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছিলেন ‘সেভ বাংলাদেশ স্টুডেন্ট’। সেই তিনি এখন চলে গেছেন না ফেরার দেশে।

স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে তহবিল সংগ্রহে ভারতের বিভিন্ন প্রান্তে ১৬টি ম্যাচ খেলেছিলেন তিনি। যার সুবাদে ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময় স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 

সেই সময় প্যাটেল শুনিয়েছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প। তিনি বলেছিলেন, ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যখন স্বাধীন বাংলা ফুটবল দল গঠনের ঘোষণা এলো, তখন অনেক ফুটবলার কলকাতায় আসতে শুরু করে। মূলত তাদের ওপর পাক হানাদার বাহিনীর নজর থাকায় প্রাণ বাঁচাতে তারা কলকাতায় আসে। ফুটবলাররা সংগঠিত হয়ে ১৬টি ম্যাচ খেলে প্রায় ১৬ লাখ ৩৩ হাজার ভারতীয় রুপি সংগ্রহ করে জমা দেয় সরকারের কোষাগারে।’

গত জানুয়ারিতে দেশের সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন প্যাটেল। কিন্তু নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রে চলে যান চিকিৎসা নিতে। প্রায় এক বছর সেখানে চিকিৎসা নিলেও আর দেশে ফেরা হলো না। ছেলে–মেয়েদের লেখাপড়ার স্বার্থে ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে চলে যান। ফেরেন ২০১৩ সালে। সেই থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া–আসার মধ্যেই ছিলেন তিনি।