ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন নাদাল
পুরোপুরি ফিট নয় বলে ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন রাফায়েল নাদাল। গত বছর থেকে ইনজুরিতে ভোগা ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা প্যারিস অলিম্পিকে একক ও দ্বৈতে হেরে বিদায় নেন।
চলতি বছর এ নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট মিস করতে চলেছেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনেও খেলেননি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নাদাল বলেন, ‘আপনাদের জানাচ্ছি, এ বছর ইউএস ওপেন আমি অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আর্থার অ্যাশের ওই সব রোমাঞ্চকর এবং বিশেষ রাতগুলো মিস করব। তবে আমার মনে হয় না এবার আমি নিজের শতভাগ দিয়ে খেলতে পারব। আমি বিশেষভাবে যুক্তরাষ্ট্রের ভক্তদের ধন্যবাদ জানাই। আপনাদের মিস করব, অন্য সময়ে আবার দেখা হবে। ’
এদিকে ইউএস ওপেনে না খেললেও লেভার কাপে খেলার কথা জানিয়েছেন নাদাল।