পাকিস্তানের হয়ে খেলার প্রস্তাব ভক্তের, রাজা যা বললেন
জিম্বাবুয়ের অন্যতম সেরা ক্রিকেট প্রতিভা অলরাউন্ডার সিকান্দার রাজা। ২০১৩ সালে অভিষেক হওয়ার পর এখনো পর্যন্ত ১৭টি টেস্ট, ১৪২ ওয়ানডে ও ৯১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। অনেক স্মরণীয় মুহূর্তও উপহার দিয়েছেন এই অলরাউন্ডার। শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়; আইপিএল, পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেছেন তিনি।
জিম্বাবুয়ের হয়ে খেললেও রাজার শিকড় পাকিস্তানে। এশিয়ার এই দেশটির শিয়ালকোটে জন্মগ্রহণ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত তাকে প্রস্তাব দিয়ে বসেন পাকিস্তানের হয়ে খেলার।
এক্সে (সাবেক টুইটার) এক ভক্ত রাজাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কি একবারও পাকিস্তানের হয়ে খেলার কথা ভেবেছেন? আপনি কিন্তু মিডল অর্ডার (পাকিস্তান দলের) নিয়ে যে দুশ্চিন্ত আছে সেটি দূর করতে পারেন।’
যার উত্তরে রাজা জিম্বাবুয়ে ক্রিকেট নিয়ে তার আনুগত্যের কথা বলেন। রাজা বলেন, ‘আমি একমাত্র জিম্বাবুয়ের হয়েই খেলেছি এবং খেলব। তারা (জিম্বাবুয়ে) আমার পেছনে টাকা এবং সময় ব্যয় করেছে এবং আমি তাদের সেই বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করছি। আমি যা কিছুই অর্জন করি না কেন, (জিম্বাবুয়ের) ঋণ শোধ বা তার কাছাকাছিও যাওয়া যাবে না। জিম্বাবুয়ে আমার এবং আমি পরিপূর্ণভাবেই তাদের।’
জিম্বাবুয়ের হয়ে এখনো পর্যন্ত ১৭ টেস্ট খেলে ১ হাজার ১১৮৭ রান করেছেন রাজা। পাশাপাশি ৩৪টি উইকেটও শিকার করেছেন তিনি। ওয়ানডেতে রাজার সংগ্রহ ৪ হাজার ১৫৪ রান। এছাড়া ৯১টি টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ২ হাজার ৩৭ রান।