ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা জারি করল বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৪, ১৮:০৯
শেয়ার :
ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা জারি করল বিএসএফ

বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা জারি করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ সোমবার বিকেলে বিএসএফের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

সীমান্তরক্ষী বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, বিএসএফের মহাপরিচালক ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতির মধ্য সোমবারই প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দেন শেখ হাসিনা। বোনকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি।

শেখ হাসিনা দেশ ছাড়ার পর ঢাকাসহ সারাদেশে চলছে বিজয় উৎসব। বিশৃঙ্খল পরিস্থিতিতিও তৈরি হয়েছে। এমন অবস্থায় সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিএসএফ।