শেখ হাসিনা পালানোর পর যে বার্তা দিলেন তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৪, ১৬:২৮
শেয়ার :
শেখ হাসিনা পালানোর পর যে বার্তা দিলেন তানজিম সাকিব

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পালানোর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র দিয়ে গেছেন তিনি। শেখ হাসিনা দেশত্যাগ করায় রাস্তায় নেমে এসেছেন লাখো মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকও সয়লাব হয়ে গেছে খুশির বার্তায়। 

শেখ হাসিনার দেশ ছাড়ার খবর নিশ্চিত হওয়ার পর ফেসবুকে বার্তা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিবও। ফেসবুকে দেওয়া সেই বার্তায় তিনি টেনে আনলেন কোটা সংস্কার আন্দোলনে প্রথম নিহত হওয়া আবু সাঈদকে। তানজিম সাকিবের পোস্টে উঠে আসে নিহত আরেক ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধর কথাও। 

 কোটা সংস্কার আন্দোলনের একদম শুরুর দিকে পুলিশের গুলিতে নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। নিরস্ত্র সাঈদ পুলিশের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়। যা হৃদয় ছুঁয়ে যায় আন্দোলনকারীদের। আর মুগ্ধর পানি বিতরণের ছবি ছিল ইতিহাস সৃষ্টি করা আরেকটি দৃশ্য। এর পরপরই নিহত হন তিনি। 

নিহত আবু সাঈদ ও মুগ্ধকে স্মরণ করে তানজিম সাকিব এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আবু সাঈদ-মুগ্ধরা মরে না। তারা বেঁচে থাকে আমাদের অন্তরে, প্রজন্ম থেকে প্রজন্মে…।’