অবশেষে অলিম্পিকে অধরা সোনা জিতলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৪, ২১:৪৬
শেয়ার :
অবশেষে অলিম্পিকে অধরা সোনা জিতলেন জোকোভিচ

টেনিসের ওপেন যুগে সবচেয়ে সফল খেলোয়াড় তিনিই। জিতেছেন সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম। একমাত্র অধরা ছিল অলিম্পিক। মূলত প্যারিস অলিম্পিকই ছিল তার শেষ সুযোগ। কারণ, পরবর্তী অলিম্পিকের সময় হয়তো অবসরই নিয়ে নেবেন ৩৭ বছর বয়সী নোভাক জোকোভিচ। অবশেষে ষষ্ঠবারের প্রচেষ্টায় সফল হলেন সার্বিয়ান এই তারকা। 

আজ রবিবার প্যারিস অলিম্পিকে রোলাঁ গারোয় টেনিসের পুরুষ একক ফাইনালে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজকে হারান জোকোভিচ। জোকোভিচ জয় পান ৭-৬, ৭-৬ গেমে। দু’টি সেটই গড়িয়েছে টাইব্রেকারে। 

এবারের অলিম্পিকে বেশ কষ্ট করেই সোনা জিততে হয়েছে জোকোভিচকে। দ্বিতীয় রাউন্ডে তার সামনে পড়েন রোলাঁ গারোতে কিংবদন্তি খেলোয়াড় রাফায়েল নাদাল। তবে জোকোভিচের সামনে সেদিন সুবিধা করতে পারেননি এই স্প্যানিশ তারকা। লাল কোর্টের রাজাকে উড়িয়ে পৌঁছে যান কোয়ার্টার ফাইনালে। যেখানে বাধা হয়ে দাড়ান গ্রিসের স্টেফানোস সিতসিপাস। জোকোভিচের সামনে দাঁড়াতে পারেননি তিনিও। 

সেমিফাইনালে লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে ফাইনালে ওঠেন জোকোভিচ। আর ফাইনালে আলকারাজ বাধাও উতড়ে যান জোকোভিচ। জেতা হয়ে গেল তার ‘গোল্ডেন স্ল্যাম’। চার গ্র্যান্ড স্ল্যামেই শিরোপা ও অলিম্পিকে সোনা জয় করা পঞ্চম খেলোয়াড় এখন জোকোভিচ। এর আগে এই কীর্তি গড়েছেন সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদাল, আন্দ্রে আগাসি ও স্টেফি গ্রাফ।