‘ভারতের কোচ হিসেবে বেশিদিন টিকবে না গম্ভীর’

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৪, ১৮:৩২
শেয়ার :
‘ভারতের কোচ হিসেবে বেশিদিন টিকবে না গম্ভীর’

রাহুল দ্রাবিড়ের পর ভারত জাতীয় দলের দায়িত্ব নেন সাবেক ওপেনার গৌতম গম্ভীর। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ছিল গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট। সেখানে ৩-০ ব্যবধানে জিতে বেশ সফল তিনি। কোচ হিসেবে গম্ভীরের যাত্রাপথের শুরুটা দারুণ হলেও এই দায়িত্বে তিনি বেশিদিন টিকবেন বলে মনে করেন না ভারতের সাবেক ফাস্ট বোলার জোগিন্দর সিং। 

২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য জোগিন্দর মনে করেন, বেশি কথা বলার অভ্যাসই কাল হয়ে দাঁড়াতে পারে গম্ভীরের জন্য। 

এক পডকাস্টে জোগিন্দর বলেন, ‘গৌতম গম্ভীর দলকে চালানোর জন্য উপযুক্ত একজন, কিন্তু আমার মনে হয় গৌতম গম্ভীর বেশিদিন টিকতে পারবে না।... এর কারণ গম্ভীরের সবসময় নিজস্ব সিদ্ধান্ত থাকে। এমন হতে পারে যে কোনো খেলোয়াড়ের সঙ্গে তার মতের অমিল হতে পারে। আমি বিরাট কোহলির কথা ভাবছি না। মাঝে-মধ্যে গম্ভীরের সিদ্ধান্ত এমন হয় যা অন্যরা পছন্দ করে না।’

এছাড়া গম্ভীর ভেতর থেকে যা আসে সেটিই করেন এবং লেজুরবৃত্তি পছন্দ করেন না বলে মনে করেন জোগিন্দর, ‘গৌতম গম্ভীর সরাসরি কথা বলে। সে এমন না যে কারো কাছে যাবে। গৌতম গম্ভীর তোষামোদকারী নয়। আমরাই তাকে কৃতিত্ব দেই। সে তার কাজ করে, নিষ্ঠার সাথে করে এবং অত্যন্ত সততার সাথে করে।’