ফেলপসের রেকর্ড ভেঙে চতুর্থ স্বর্ণ মারশোঁর

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২৪, ১৭:৩৫
শেয়ার :
ফেলপসের রেকর্ড ভেঙে চতুর্থ স্বর্ণ মারশোঁর

প্যারিস অলিম্পিকে চতুর্থ স্বর্ণ জিতলেন লিওঁ মারশোঁ। স্বর্ণ জয়ের পথে ফ্রান্সের এই তরুণ সাঁতারু প্রতিবারই রেকর্ড গড়েছেন। সবশেষ আজ শনিবার ২০০ মিটার ইনডিভিজ্যুয়াল মিডলতে কিংবদন্তি মাইকেল ফেলপসের অলিম্পিকস রেকর্ড ভেঙে সেরা হন মারশোঁ।

২০০ মিটার ইনডিভিজ্যুয়াল মিডলে প্যারিসের লা দিফঁসা অ্যারেনায় মারশোঁ স্বর্ণ জিতেছেন ১ মিনিট ৫৪ দশমিক ০৬ সেকেন্ডে। ২২ বছর বসয়ী এই তারকা ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ফেলপসের গড়া ১ মিনিট ৫৪ দশমিক ২৩ সেকেন্ডের রেকর্ডও নিজের করে নিয়েছেন।

যদিও এই ইভেন্টের বিশ্ব রেকর্ডও ভাঙার খুব কাছাকাছি ছিলেন মারশোঁ। এর আগে ২০১১ সালে শাংহাইয়ে ১ মিনিট ৫৪ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্রের রায়ান লোশটের রেকর্ড গড়েছিলেন।

এর আগে চলতি আসরে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক, ২০০ মিটার বাটারফ্লাই ও ৪০০ মিটার ইনডিভিজ্যুয়াল মিডলেতে সেরা হয়েছেন মারশোঁ। যেখানে এক আসরে চারটি ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জয়ের কীর্তি এতদিন ছিল কেবল অলিম্পিকের রেকর্ড পদকজয়ী ফেলপস ও আরেক গ্রেট স্পিৎজের। ইতিহাসের পাতায় এবার তাদের সঙ্গী হলেন মারশোঁ।

এদিকে প্যারিসে এই ইভেন্টে গ্রেট ব্রিটেনের ডানকান স্কট (১ মিনিট ৫৫ দশমিক ৩১) রুপা ও চীনের সুন ওয়াং (১ মিনিট ৫৬ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।