হিটেই বাদ পড়লেন ইমরানুর ও সোনিয়া
প্যারিস অলিম্পিকে হিটেই বাদ পড়লেন বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর রহমান। লন্ডন প্রবাসী বাংলাদেশের এই দ্রুততম মানব আজ শনিবার ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারিতে ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে ৮ জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন।
হিটে প্রথম রাউন্ডে কোয়ালিফাই করা পানামার অ্যাথলেটের টাইমিং ১০.৩৪ ও সিশেলসের অ্যাথলেটের টাইমিং ১০.৫১। যেখানে প্রিলিমিনারি ৬ হিটের শীর্ষ দুই জন করে এবং সবার টাইমিং মিলিয়ে আরো ৪ জন উঠেছেন প্রথম পর্বে। আর প্রিলিমিনারি হিট থেকে ওঠা ১৬ নম্বর অ্যাথলেটের টাইমিং ১০.৫৪।
ইমরানুরের এতদিন সেরা টাইমিং ছিল ১০.১১ সেকেন্ড। অথচ অলিম্পিকে করলেন বাজে পারফরম্যান্স।
এদিকে মেয়েদের সাঁতারের ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে বাংলাদেশের সাঁতারু সোনিয়া খাতুন ৩০.৫২ সেকেন্ড সময় নিয়ে বিদায় নিয়েছেন। নিজের হিটে তিনি হয়েছেন ষষ্ঠ।