প্যারিসে আজ ২৯টি সোনার জন্য লড়বেন ক্রীড়াবিদরা

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২৪, ০৯:১৪
শেয়ার :
প্যারিসে আজ ২৯টি সোনার জন্য লড়বেন ক্রীড়াবিদরা

চলছে প্যারিস অলিম্পিক। গ্রেটেস্ট শো অন আর্থে আজ মোট ২৯টি সোনার ইভেন্ট অনুষ্ঠিত হবে। অ্যাথলেটরা নিজ নিজ ইভেন্টে লড়বেন।

টেনিস

নারী এককের ফাইনাল, বিকেল ৪টা

পুরুষ দ্বৈত ফাইনাল, বিকেল ৫টা

অ্যাথলেটিকস

পুরুষদের শট পুট, রাত ১১টা ৪৫ মিনিট

নারীদের ট্রিপল জাম্প, রাত ১২টা ২০ মিনিট

মিশ্র ৪ x ৪০০ মিটার রিলে, রাত ১২টা ৫৫ মিনিট

নারীদের ১০০ মিটার ফাইনাল, রাত ১টা ২০ মিনিট

পুরুষদের ১৫০০ মিটার ডিক্যাথলন, রাত ১টা ৪৫ মিনিট

সাঁতার

পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই, রাত ১২টা ৩০ মিনিট

নারীদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলি, রাত ১টা ০৮ মিনিট

নারীদের ৮০০ মিটার ফ্রিস্টাইল, রাত ১টা ২৮ মিনিট

মিশ্র ৪ x ১০০ মিটার মেডলি রিলে, রাত ১টা ৫৮ মিনিট

আর্চারি

নারীদের ব্যক্তিগত ফাইনাল, সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট

ব্যাডমিন্টন

নারীদের দ্বৈত ফাইনাল, রাত ৮টা ১৫ মিনিট

সাইক্লিং

পুরুষদের রোড রেস, বিকেল ৩টা

ইকুয়েস্ট্রিয়ান

ড্রেস্যাজ দলীয় গ্রঁ প্রি স্পেশাল, দুপুর ২টা

ফেন্সিং

নারীদের দলীয় স্যাবর ফাইনাল, রাত ১২টা

আর্টিস্টিক জিমন্যাস্টিকস

পুরুষদের ফ্লোর এক্সারসাইজ ফাইনাল, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

নারীদেরদের ভল্ট ফাইনাল, রাত ৮টা ২০ মিনিট

পুরুষদের পোমেল হর্স ফাইনাল, রাত ৯টা ১৬ মিনিট

জুডো

মিশ্র দলীয় ফাইনাল, রাত ৮টা

সার্ফিং

পুরুষদের ফাইনাল, রাত ২টা

নারীদের ফাইনাল, রাত ৩টা ১২ মিনিট

শুটিং

নারীদের ২৫ মিটার পিস্তল ফাইনাল, দুপুর ১টা ৩০ মিনিট

পুরুষদের স্কিট ফাইনাল, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

টেবিল টেনিস

নারীদের এককের ফাইনাল, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

রোইং

নারীদের একক স্কালস ফাইনাল, দুপুর ১টা ৩০ মিনিট

পুরুষদের একক স্কালস ফাইনাল, দুপুর ১টা ৪২ মিনিট

নারীদের পেয়ার ফাইনাল, দুপুর ২টা ৫০ মিনিট

পুরুষদের পেয়ার ফাইনাল, বিকেল ৩টা ১০ মিনিট