‘সত্যিই বিশেষ কিছু আছে’, এনদ্রিককে নিয়ে আনচেলত্তি
ব্রাজিলের বিস্ময়বালক এনদ্রিক যে রিয়াল মাদ্রিদে আসছেন, সেটি নিশ্চিত হয়ে গিয়েছিল ২ বছর আগেই। তখন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলা এই তরুণ ফুটবলারের বয়স মাত্র ১৬। তবে নিয়মের কারণে ১৮ বছরের আাগে স্পেনের ক্লাবটিতে ভিড়তে পারেননি তিনি। সব বাধা কাটিয়ে কয়েক দিন আগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এনদ্রিককে।
২০২৪-২৫ মৌসুমে রিয়ালের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ আগামী ১৪ অগাস্ট; উয়েফা সুপার কাপে গত মৌসুমের ইউরোপা লিগ জয়ী আতালান্তার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়নস লিগ জয়ীরা। এ ম্যাচেই হয়তো এনদ্রিকের অভিষেক হয়ে যেতে পারে। তবে তার আগেই রিয়ালের জার্সি পরে মাঠে নামা হয়ে গেছে তার। যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফরে তাকে দলে রেখেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
আজ বাংলাদেশ সময় ভোরে শিকাগোর সোলজার ফিল্ডে এসি মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে রিয়াল। ম্যাচে নিজের খেলোয়াড়ি জীবনের ও কোচ হিসেবে সাবেক দল মিলানের কাছে হেরে ১-০ গোলে হেরে যান আনচেলত্তি। তবে ম্যাচ হারলেও বিস্ময়বালক এনদ্রিকের প্রশংসা ঝড়েছে আনচেলত্তির কণ্ঠে। এনদ্রিকের মধ্যে ‘সত্যিই বিশেষ কিছু আছে’ বলে মনে করেন রিয়াল কোচ।
আনচেলত্তি বলেন, ‘সে (এনদ্রিক) খুব দ্রুতগতির, কঠিন জটলায়ও খুব ভয়ংকর, ছোট জায়গায়ও গতির সঙ্গে ঘুরে যেতে পারে ও, নিজের জন্য জায়গা বের করায় বেশ পটু এবং এসব গুণাবলি তার আছে মানে সে দুর্দান্ত এক প্রতিভা। এমন বৈশিষ্ট্যের খেলোয়াড় দেখা বিরল ঘটনা।’
এসি মিলান রিয়াল মাদ্রিদকে হারিয়েছে নাইজেরিয়ান উইঙ্গার স্যামুয়েল চুকউইজের গোলে। ম্যাচের ৫৬ মিনিটে তার দেওয়া গোলই হয়ে রইল ম্যাচের ভাগ্য নির্ধারক। পাওলো ফনসেকা কোচ হওয়ার পর তার অধীনে প্রথম দুইটি ম্যাচই জিতল মিলান।
প্রসঙ্গত, রিয়ালের প্রাক-মৌসুম সফরে নেই কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র, জুডে বেলিংহ্যাম ও রদ্রিগোর মতো তারকারা। আগামী রবিবার নিউজার্সিতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে স্পেনের রাজধানীর ক্লাবটি।