শ্রীলংকা শিবিরে আবারও দুঃসংবাদ
শ্রীলংকা ক্রিকেট দলে চোট সমস্যা যেন কাটছেই না। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন দুষ্মন্ত চামিরা ও নুয়ান থুষারা। এবার ওয়ানডে সিরিজের আগে ছিটকে গেছেন আরও দুই পেসার।
আগামীকাল কলম্বোয় শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। বিরাট কোহলি ও রোহিত শর্মাসহ পূর্ণশক্তির দল নিয়েই স্বাগতিকদের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তবে শ্রীলংকা পাচ্ছে না তাদের দুই মূল পেসার মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশঙ্কাকে।
পাথিরানা কাঁধে চোট পেয়েছেন। ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন তিনি। সেই ইনিংসে মাত্র একটি বল করতে পেরেছেন তিনি। অন্যদিকে মাদুশঙ্কার চোট হ্যামস্ট্রিংয়ে। অনুশীলন করার সময় চোটে পড়েন তিনি।
পাথিরানার পরিবর্তে শ্রীলংকা দলে ডেকেছে মোহাম্মদ শিরাজকে। প্রথমবারের মতো লংকান দলে ডাক পেলেন তিনি। মাদুশঙ্কার জায়গায় কে আসবেন সেটি এখনো নিশ্চিত না হলেও শোনা যাচ্ছে ঈশান মালিঙ্কার কথা। তারও এখনো পর্যন্ত অভিষেক হয়নি।