পাকিস্তান সফরে লাল বলে অধিনায়ক বিজয়, সাদা বলে হৃদয়

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৪, ২১:৪৬
শেয়ার :
পাকিস্তান সফরে লাল বলে অধিনায়ক বিজয়, সাদা বলে হৃদয়

আগামী মাসে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলবে। সফর উপলক্ষে গতকাল মঙ্গলবার দল ঘোষণা করা হলেও অধিনায়ক ঘোষণা করা হয়নি। 

সফরে লাল বলে অধিনায়ক হিসেবে এনামুল হক বিজয় ও সাদা বলে তাওহিদ হৃদয়কে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার এই ঘোষণা দেওয়া হয়েছে। 

‘এ’ দলের সফর হলেও বেশ শক্তিশালী দলই যাচ্ছে পাকিস্তানে। সিরিজের প্রথম আনঅফিসিয়াল টেস্টের স্কোয়াডে আছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো তারকা। ‘এ’ দলের হয়ে সফরে যাচ্ছেন জাকির হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক ও তানজিম হাসান সাকিবের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটাররা।

আগামী ৬ আগস্ট পাকিস্তানে পৌঁছানোর কতা বাংলাদেশ ‘এ’ দলের। ইসলামাবাদে প্রথম আনঅফিসিয়াল টেস্ট হবে ১০-১৩ আগস্ট। একই ভেন্যুতে ১৭-২০ আগস্ট হবে দ্বিতীয় টেস্ট। একই ভেন্যুতে ২৩ আগস্ট হবে প্রথম ওয়ানডে। আর ২৫ ও ২৭ আগস্ট হবে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। 

প্রথম আনঅফিসিয়াল টেস্টের স্কোয়াড: এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, হাসান মুরাদ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের স্কোয়াড: এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব।

ওয়ানডে স্কোয়াড: তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, তানজিম হাসান সাকিব।