অলিম্পিকের রৌপ্য বিজয়ীর কাছে হেরে সাগরের বিদায়
টোকিও অলিম্পিকে ফাইনালে খেলা ইতালির আর্চার মাউরো নেসপোলির সঙ্গে বাংলাদেশি আর্চার মোহাম্মদ সাগর ইসলামের লড়াইয়ে ফেবারিট কে সেটা স্পষ্ট। তবুও আশা ছিল লড়াই জমানোর। তবে সেটি পারলেন না সাগর। প্যারিস অলিম্পিকসের আর্চারির পুরুষ রিকার্ভ এককের এলিমিশনেশন রাউন্ডের প্রথম ধাপে বিদায় নিলেন তিনি।
আজ বুধবার সেরা বত্রিশে ওঠার লড়াইয়ে নেসপোলির বিরুদ্ধে ৬-০ সেট পয়েন্টে হেরেছেন সাগর। প্রথম সেটে পাত্তা না পেলেও দ্বিতীয় সেটে কিছুটা লড়াই জমাতে পেরেছেন সাগর।
প্যারিস অলিম্পিকে র্যাঙ্কিং রাউন্ডটাও খুব একটা ভালো যায়নি সাগরের। ৬৪ প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়েছিলেন এই আর্চার। ১৮ বছর বয়সী সাগরের স্কোর ছিল ৬৫২। অন্যদিকে ৬৭০ স্কোর গড়ে নেসপোলি ছিলেন ২০তম।
প্যারিস অলিম্পিকে এবার বাংলাদেশ থেকে অংশ নেন পাঁচ অ্যাথলেট। এরই মধ্যে তিন জন বিদায় নিয়েছেন। বাছাই পর্ব থেকেই বাদ পড়েন শুটার রবিউল ইসলাম। আর সাঁতারের হিট থেকেই বিদায় ঘটে সামিউল ইসলাম রাফির।