নাদাল-আলকারাজ জুটি কোয়ার্টার ফাইনালে
প্যারিস অলিম্পিকের টেনিসে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল-কার্লোস আলকারাজ জুটি। নেদারল্যান্ডসের ট্যালন গ্রিকস্পুর-ওয়েসলি কুলফ জুটিকে তারা ৬-৪, ৬-৭ (২-৭), ১০-২ ব্যবধানে হারালেন।
গতকাল মঙ্গলবার প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতে নিলেও দ্বিতীয় সেটে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সিঙ্গলসে ২৬টি গ্র্যান্ড স্ল্যাম জেতা জুটিকে। হাড্ডাহাড্ডি লড়াই হয় নেদারল্যান্ডসের দুই খেলোয়াড়ের সঙ্গে। ৬-৬ হওয়ার পর টাইব্রেকারেও সুবিধা করতে পারেনি নাদাল-আলকারাজ।
ম্যাচে ১-১ সেট হওয়ার পর ম্যাচ টাইব্রেকারে অবশ্য তাদের আর আটকাতে পারেনি প্রতিপক্ষ জুটি। প্রায় এক পেশে ভাবে ১০-২ ব্যবধানে জিতে শিষ্য আলকারাজ়কে নিয়ে অলিম্পিক্স ডাবলসের কোয়ার্টার ফাইনালে চলে গেলেন গুরু নাদাল।