ট্রাম্পের চেয়ে জরিপে পিছিয়ে কমলা
চলতি বছর নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার বেশ জমে উঠেছে। লড়াইয়ের দৌড় থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর পর এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রার্থিতা ঘোষণার পর প্রচারের দৃশ্যপট পাল্টে গেছে। যেখানে ট্রাম্প-বাইডেনের মধ্যে জরিপে বাইডেন বেশির সময় পিছিয়ে থাকতেন; কমলা আসার পর সেই ব্যবধান কমেছে। শুধু তাই নয়, কমলার জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। পাশাপাশি ডেমোক্র্যাট শিবির এখন নতুন করে উজ্জীবিত হয়েছে। তবে ইকোনমিস্টের সর্বশেষ জরিপে দেখা গেছে, কমলা হ্যারিস এখনো ট্রাম্পের তুলনায় ৩ পয়েন্ট পিছিয়ে রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২১ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে ইউগভ/দ্য ইকোনমিস্ট পরিচালিত জরিপে দেখা গেছে,
হ্যারিসের প্রতি সমর্থন রয়েছে ৪১ শতাংশ, সেখানে ট্রাম্পের পক্ষে রয়েছে ৪৪ শতাংশ। এ ছাড়া ২২ থেকে ২৪ জুলাই নিউইয়র্ক টাইমস/সিয়েনার জরিপে দুজনের মধ্যে ব্যবধান কম দেখা গেছে। ওই জরিপ বলছে, কমলার পক্ষে ৪৭% শতাংশ জনমত রয়েছে, সেখানে ট্রাম্পের পক্ষে রয়েছে ৪৮ শতাংশ জনমত। এ ছাড়া এরমানসন কলেজ ও দ্য হিল পরিচালিত এক জরিপে দেখা গেছে, গুরুত্বপূর্ণ চারটি রাজ্যে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। অ্যারিজোনায় ট্রাম্পের ৪৯ শতাংশের বিপরীতে কমলা ৪৪, জর্জিয়ায় ট্রাম্প ৪৮ এবং কমলা ৪৬ শতাংশ, মিশিগানে ট্রাম্প ৪৬ এবং কমলা ৪৫ এবং পেনসিলভানিয়ায় ট্রাম্প ৪৮ ও কমলা ৪৬ শতাংশ সমর্থন পেয়েছেন।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
এদিকে কমলা হ্যারিস দৃশ্যপটে আসার পর দ্রুতই তার প্রচার তহবিলের আয়তন বড় হচ্ছে। প্রার্থিতা ঘোষণার পর মাত্র এক সপ্তাহেই ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি তহবিল সংগৃহীত হয়েছে। এ ছাড়া শে^তাঙ্গরা কমলাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন। গত সোমবার রাতে অনুষ্ঠিত ‘হোয়াইট ডুডস ফর হ্যারিস’ শীর্ষক লাইভস্ট্রিমিংয়ে মাত্র তিন ঘণ্টায় ৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ উঠেছে।
অন্যদিকে কমলাকে ঠেকাতে ট্রাম্প শিবির বড় ধরনের ছক কষছে। ইতোমধ্যে কমলা তরুণ-তরুণীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। কমলাকে ঠেকাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ছয়টি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে এক কোটি ডলারের বেশি বিজ্ঞাপন ব্যয় করতে যাচ্ছেন। গত সোমবার এ খবর জানিয়েছে রয়টার্স।
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল
উল্লেখ্য, বাইডেনের বিরুদ্ধে দীর্ঘদিন ট্রাম্প ‘বুড়ো’ বলে কটাক্ষ প্রচারণা চালিয়েছেন। কমলা হ্যারিস আসার পর ট্রাম্প বলেছিলেন, বাইডেনের চেয়ে কমলাকে পরাজিত করা সহজ হবে। কিন্তু যতদিন যাচ্ছে কমলাকে ঠেকাতে হিমশিম খাচ্ছে ট্রাম্প শিবির। কেননা এখন কমলার জন্য নতুন ছক কষতে হচ্ছে ট্রাম্পকে।