বাংলাদেশি সাঁতারু সামিউলের বিদায়

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৪, ১৭:৩২
শেয়ার :
বাংলাদেশি সাঁতারু সামিউলের বিদায়

নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করেও প্যারিস অলিম্পিক থেকে বিদায় নিলেন বাংলাদেশি সাঁতারু সামিউল ইসলাম রাফি। এর আগে বাংলাদেশি প্রথম ক্রীড়াবিদ শুটার রবিউল ইসলাম বিদায় নিয়েছিলেন।

আজ মঙ্গলবার ১০০ মিটার ফ্রিস্টাইলের হিটে সামিউল শেষ করেছেন ৫৩.১০ সেকেন্ডে। তিনি নিজ হিটে ৮ জনের মধ্যে হয়েছেন পঞ্চম। যেখানে ৭৯ জন এর মধ্যে বাংলাদেশের সাঁতারুর অবস্থান ৬৯ নম্বর।

সামিউল অবশ্য নিজের সেরা টাইমিং করতে পেরেছেন অলিম্পিকের মতো বড় আসরে। তার আগের সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড।

সেমিফাইনালে উঠেছেন টাইমিংয়ে শীর্ষ ১৬ জন। অন্যরা বিদায় নিয়েছেন। ৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি। ১৬তম হয়ে সেমিফাইনালে ওঠা দক্ষিণ কোরিয়ার সুন-উ হোয়াং সময় নিয়েছেন ৪৮.৪১ সেকেন্ড।