কোটা আন্দোলনের প্রভাব /

বাংলাদেশের রেটিং কমাল এসঅ্যান্ডপি

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৪, ১৬:৫২
শেয়ার :
বাংলাদেশের রেটিং কমাল এসঅ্যান্ডপি

কোটা সংস্কার আন্দোলনের ফলে সৃষ্ট সহিংসতায় প্রভাব পড়েছে দেশের অর্থনীতিখাতেও। দেশে আগের চেয়ে কম রেমিট্যান্স আসায় কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এবার বাংলাদেশের রেটিং কমাল যুক্তরাষ্ট্রভিত্তিক ক্যাপিটাল মার্কেট কোম্পানি এসঅ্যান্ডপি গ্লোবাল। বাংলাদেশের দীর্ঘমেয়াদি সার্বভৌম রেটিং ডবল বি মাইনাস থেকে কমিয়ে বি প্লাস করেছে প্রতিষ্ঠানটি।

এসঅ্যান্ডপি বলছে, বাংলাদেশে যে পরিমাণ ডলার আসছে এবং রিজার্ভ যা আছে তার চেয়ে বেশি ডলার প্রয়োজন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এসঅ্যান্ডপি বলেছে, শিক্ষার্থীদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভে বাংলাদেশ জর্জরিত। এতে ২০০ জনেরও বেশি মারা গেছেন বলে জানা গেছে।

তারা বলছে, বাংলাদেশের ‘অত্যন্ত সংঘাতময়’ রাজনৈতিক পরিবেশ প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে।

এসঅ্যান্ডপি বলছে, গত জানুয়ারিতে সাধারণ নির্বাচনের পরে ক্ষমতাসীন আওয়ামী লীগ চতুর্থবারের মতো ক্ষমতায় আসে। দেশের প্রধান বিরোধীদল বিএনপি সেই নির্বাচন বর্জন করে।

তারা বলছে, বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ ক্রমাগত কমছে। অবকাঠামোগত সংকট ও আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে এমনটি হতে পারে বলে মনে করে এসঅ্যান্ডপি।