জোড়া পদক জিতে ভারতীয় মনুর ইতিহাস

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৪, ১৬:৩৮
শেয়ার :
জোড়া পদক জিতে ভারতীয় মনুর ইতিহাস

প্যারিস অলিম্পিকে ফের পদক জিতলেন মনু ভাকের। ভারতীয় এই শুটার ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ইভেন্টের পর মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ লাভ করেছেন। আজ মঙ্গলবার মনু তার সতীর্থ সরবজোত সিংকে নিয়ে দক্ষিণ কোরিয়ার ওনহো লি ও জিন ওহ ইয়েকে ১৬-১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছেন।

মনু প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে একই অলিম্পিকে দু’টি পদক জেতার অনন্য নজির গড়লেন। ব্রোঞ্জ জিতে তিনি জানান, দ্বিতীয় পদক বা ইতিহাসের কথা তার মাথাতেই ছিল না। শুধু শেষ পর্যন্ত লড়ে যেতে চেয়েছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদক জয়ের পর পরই মনু ও সরবজোত সিংকে অভিনন্দন জানান। তিনি লিখেন, ‘আমাদের শুটাররা আমাদের গর্বিত করে চলেছে! অভিনন্দন মনু ভাকের ও সরবজোত সিংকে অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার জন্য। দুজনেই দারুণ দক্ষতা ও দলগত কাজ দেখিয়েছেন। তাদের সাফল্যে ভারত অবিশ্বাস্যভাবে আনন্দিত। মনুর এটি টানা দ্বিতীয় অলিম্পিক পদক, যা তার ধারাবাহিক শ্রেষ্ঠত্ব এবং আত্মোৎসর্গের প্রতিফলন।’

এর আগে ভারতীয় শাটলার পিভি সিন্ধু ২০১৬ রিও অলিম্পিক (রৌপ্য) ও ২০২০ টোকিও অলিম্পিকে (ব্রোঞ্জ) ভারতের হয়ে দুটি পদক জিতেছিলেন। তবে মনু এক আসরেই দুটি পদক জয়ের রেকর্ড গড়লেন।