সতেরো বছর বয়সেই ম্যাকিনটোশের বাজিমাত
বয়স কেবল ১৭। এই বয়সেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন সামার ম্যাকিনটোশ। প্যারিস অলিম্পিকে গতকাল সোমবার সাঁতারে ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে স্বর্ণ জয় করেছেন এই কানাডিয়ান তরুণী।
যদিও সাঁতারের প্রথম দিনে ৪০০ মিটার ফ্রি স্টাইলে রূপা জিতেই আগেই ভালো কিছুর আভাস দিয়েছিলেন ম্যাকিন্টশ। এবার ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে চার মিনিট ২৭.৭১ সেকেন্ড সময় নিয়ে তিনি পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের দুই সাঁতারু কেটি গ্রাইমস ও এমা ওয়াইয়ান্টকে।
৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে বিশ্বরেকর্ডটাও ম্যাকিনটোশের দখলে। যেখানে এবারের আসরে প্রথম দিনে কেটি লেডেকিকে পেছনে ফেলে ফ্রি স্টাইলে রুপা জয়ের পর আবারও আলোচনার কেন্দ্রে উঠে আসেন তিনি। এবার সম্ভাবনাকে পূর্ণতা দিয়ে জিতলেন প্রিয় ইভেন্টের স্বর্ণও।
ম্যাকিনটোশের সামনে এখনও ২০০ মিটার ব্যক্তিগত মেডলি ও ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্ট বাকি আছে তার। সেখানেও বড় চমক দেখাতে পারেন এই তারকা।