সেন নদীতে দূষণ, ট্রায়াথলন স্থগিত
প্যারিস অলিম্পিকে সেন নদীর পানি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি দূষিত হওয়ায় ছেলেদের ট্রায়াথলন ইভেন্ট স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার যৌথ এক বিবৃতিতে এই ঘোষণা দেয় প্যারিস অলিম্পিকস ও ওয়ার্ল্ড ট্রায়াথলন।
এ ঘটনায় নিশ্চিতভাবেই বড় এক ধাক্কাই খেল অলিম্পিকের আয়োজকরা। যেখানে অ্যাথলেটরাও শঙ্কায় পড়ে গেলেন।
ট্রায়াথলন মূলত হয় সাঁতার, সাইক্লিং ও দৌড়-এই তিনটির লড়াই মিলে। অলিম্পিকে ট্রায়াথলনে সাঁতার থাকে দেড় কিলোমিটার, এরপর ৪০ কিলোমিটার সাইক্লিং এবং ১০ কিলোমিটার থাকে দৌড়।
এর আগে আয়োজকরা জানায়, গত শুক্র ও শনিবার প্যারিসে প্রবল বৃষ্টিপাতের কারণে সেন নদীর পানি নোংরা হয়েছে। মঙ্গলবার সকালে তারা বিবৃতিতে জানায়, ‘গত কয়েক ঘণ্টায় পানির মানের উন্নতি হলেও সাঁতারের পথের কোনো কোনো জায়গার দূষণের মাত্রা এখনও গ্রহণযোগ্য সীমায় নেই। প্যারিস ২০২৪ ও ওয়ার্ল্ড ট্রায়াথলন জোর দিয়ে পুনরাবৃত্তি করছে যে, অ্যাথলেটদের স্বাস্থ্যই আমাদের কাছে সর্বোচ্চ প্রাধান্য পাবে।’
বিবৃতিতে জানানো হয়, পানির দূষণের মাত্রা কমলে বুধবার সকাল পৌনে ১১টায় লড়াই শুরু হবে। এর আগে সকাল ৮টায় আছে মেয়েদের ট্রায়াথলন। আর বুধবারও পানির অবস্থার উন্নতি না হলে ছেলে ও মেয়েদের দুটি ইভেন্টই চলে যাবে শুক্রবারে, আকস্মিক কোনো কিছুর জন্য যে দিনটিকে রিজার্ভ রাখা হয়েছে।
যদি শুক্রবারও যদি পানি দূষিত থাকে, তাহলে সাঁতার পুরোপুরিই বাদ দিয়ে সাইক্লিং ও দৌড় থেকেই বিজয়ী নির্ধারিত হবে।
আগামী সোমবার মিক্সড ট্রায়াথলন ইভেন্টের সাঁতারও হওয়ার কথা এখানে। সেটির জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে পরদিন।