বিষ্ণোইকে নিয়ে চমকপ্রদ তথ্য জানালেন আরশদীপ

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৪, ২১:৪৭
শেয়ার :
বিষ্ণোইকে নিয়ে চমকপ্রদ তথ্য জানালেন আরশদীপ

ভারতের জাতীয় দলের দুই তরুণ বোলার আরশদীপ সিং ও রবি বিষ্ণোই। দুজনের কাজ প্রতিপক্ষের উইকেট নেওয়া হলেও আরশদীপ করেন পেস বল আর বিষ্ণোই লেগ স্পিন। দুজনের বয়স কাছাকাছি বলে জাতীয় দলে নিজেদের মধ্যে ভাবও বেশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষ্ণোইকে নিয়ে চমকপ্রদ তথ্য জানিয়েছেন আরশদীপ। 

শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে ভারত। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের জয়ের মূল কারিগর বিষ্ণোই। ৪ ওভারে মাত্র ২৬ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন এই স্পিনার। 

বিষ্ণোইকে নিয়ে আরশদীপ বলেন, ‘রবিকে (বিষ্ণোই) নিয়ে মানুষ যেই বিষয়টি জানে না সেটি হলো সে সবসময় একটি তাড়াহুড়োর মধ্যে থাকে। সে দ্রুত তার দুপুরের খাবার খায়, এবং যখনই খাওয়া শেষ করে দ্রুত হোটেল রুমে চলে যায়। তাই, তার সবকিছু দ্রুত করার এই প্রবণতার কারণে সে দ্রুত ৩ উইকেট তুলে নিয়েছে (দ্বিতীয় টি-টোয়েন্টিতে)। 

আরশদীপের এই তথ্যে স্বীকারোক্তি দিয়েছেন বিষ্ণোইও। তারকা এই লেগ স্পিনার বলেন, ‘হ্যাঁ, এই কারণেই আমার বোলিং রান-আপও দ্রুতগতির। ছোটবেলা থেকেই এই অভ্যাস (তাড়াহুড়োর) আমার। এই কারণে, আমি দ্রুত ক্ষুধার্ত হই এবং তারপর দ্রুততার সঙ্গে খাই। এটা কমানোর মাধ্যমে এই অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করছি কিন্তু এখনো সফল হইনি।

বিষ্ণোইয়ের বোলিংয়ের প্রশংসা করে আরশদীপ বলেন, ‘রবি বিষ্ণোইয়ের বড় একটি হৃদয় আছে এবং অনেক সাহসী বল করে থাকে। সে তার প্রতিদান পাচ্ছে এখন। যেখানেই সে খেলার সুযোগ পায়, খুব ভালো পারফর্ম করে সে। যেমন, সে প্রথম ম্যাচে প্রথমদিকে অনেক রান দিয়েছে কিন্তু ফিরে আসতে সময় লাগেনি তার এবং একটি উইকেট পেয়েছে। দ্বিতীয় ম্যাচে সে দারুণ বল করেছে। সে এর পেছনে যে পরিশ্রম দেয়, সেটির প্রতিদান পাচ্ছে।’

বিষ্ণোইয়ের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে আরশদীপ বলেন, ‘মাঠে এবং মাঠের বাইরে আমাদের সম্পর্ক দারুণ। মাঠের বাইরে আমরা প্রচুর মজা করি এবং মাঠে আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে ভালো পারফর্ম করাই লক্ষ্য থাকে আমাদের।’