রিয়ালের যুক্তরাষ্ট্র সফরে নেই এমবাপ্পে-বেলিংহ্যাম-কারভাহাল

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৪, ১৭:৫৮
শেয়ার :
রিয়ালের যুক্তরাষ্ট্র সফরে নেই এমবাপ্পে-বেলিংহ্যাম-কারভাহাল

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে গেছে রিয়াল মাদ্রিদ। সেখানে এসি মিলান, বার্সেলোনা ও চেলসির মতো দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সফলতম এই ক্লাবটি। তবে যুক্তরাষ্ট্র সফরে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি রাখেননি কিলিয়ান এমবাপ্পে-জুড বেলিংহ্যাম ও দানি কারভাহালের মতো তারকাকে। 

সপ্তাহ দুয়েক আগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এমবাপ্পেকে। এর কিছুদিন আগে ইউরোতে খেলেছেন এমবাপ্পে। সেই টুর্নামেন্টে সেমিফাইনালে খেলে তার দল ফ্রান্স। ইউরো ও তার আগে দীর্ঘ মৌসুমের ক্লান্তি; এসব মিলিয়ে এমবাপ্পেকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি। 

অন্যদিকে, বেলিংহ্যাম ও কারভাহাল খেলেছেন ইউরোর ফাইনাল। সেখানে বেলিংহ্যামের ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে কারভাহালের স্পেন। এই দুজনকেও বিশ্রামে রাখা হয়েছে। 

রিয়ালের যুক্তরাষ্ট্র সফরে রাখা হয়েছে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া এনদ্রিককে। সফরে রিয়ালের যুব দলের ১২ জন ফুটবলারকেও রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র সফর শেষে দলের সঙ্গে যোগ দিতে পারেন এমবাপ্পে। সফর শেষে উয়েফা সুপার কাপে আগামী ১৪ আগস্ট আতালান্তার বিপক্ষে নামতে পারেন এমবাপ্পে। 

প্রসঙ্গত, আগামী বুধবার ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে প্রাক-মৌসুমের প্রথম ম্যাচ খেলবে রিয়াল। পরে শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও আগামী ৬ আগস্ট ইংলিশ ক্লাব চেলসির বিরুদ্ধে মাঠে নামছে ১৫ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ীরা।