দুই অস্ট্রেলিয়ানে যুক্তরাষ্ট্রের লিগে চ্যাম্পিয়ন ওয়াশিংটন

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৪, ১৬:২২
শেয়ার :
দুই অস্ট্রেলিয়ানে যুক্তরাষ্ট্রের লিগে চ্যাম্পিয়ন ওয়াশিংটন

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ওয়াশিংটন ফ্রিডম। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে সান ফ্রান্সিসকো ইউনিকর্নকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। আরেক অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলও ব্যাটে-বলে ছিলেন অনবদ্য। 

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রানের বিশাল সংগ্রহ গড়ে ওয়াশিংটন। ওপেনিংয়ে নেমে ৫২ বলে ৮৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন স্মিথ। তার ইনিংসে ৭টি চারের পাশাপাশি ছিল ৬টি ছক্কা। পাঁচে নেমে ২২ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। এছাড়া কেউ আর বলার মতো রান করতে পারেননি। অন্যান্যদের টুকরো টুকরো পারফরম্যান্সে দুই শ ছাড়ায় ওয়াশিংটন। 

বিশাল এই রানের জবাব দিতে নেমে কোনো উত্তর খুঁজে পায়নি সান ফ্রান্সিসকো। ১৬ ওভারেই ১১১ রানে অলআউট হয় দলটি। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন দশ নম্বরে নামা কারমি লে রউক্স। এই দলেও ছিলেন প্যাট কামিন্স, হারিস রউফ, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ফিন অ্যালেন ও জস ইংলিসের মতো তারকা।

চ্যাম্পিয়ন হওয়া ওয়াশিংটনের অধিনায়ক স্মিথ স্বাভাবিকভাবেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। সিরিজসেরা হয়েছেন ওয়াশিংটনেরই আরেক ওপেনার ট্রাভিস হেড। সিরিজসেরা হয়েছেন টুর্নামেন্টে ৩৩৬ রান করা ট্রাভিস হেড।