৫ রানের রোমাঞ্চকর জয়ে সিরিজ সমতায় এইচপি

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৪, ১৪:৩২
শেয়ার :
৫ রানের রোমাঞ্চকর জয়ে সিরিজ সমতায় এইচপি

মাহমুদুল হাসান জয়ের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়া সফরে নাটকীয়ভাবে পাকিস্তান শাহিনসকে ৫ রানে হারাল বাংলাদেশ বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। শাহিনসের হয়ে অষ্টম উইকেটে দারুণ ব্যাটিংয়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে গিয়েছিলেন খুররাম শাহজাদ ও মুহাম্মাদ আলি। তবে মাহমুদুল হাসান জয়ের কল্যাণে জয় নিশ্চিত করে এইচপি।

আজ সোমবার ডারউইনে এইচপির ২৯৬ রান তাড়ায় পাকিস্তানিরা আটকে যায় ২৯০ রানে। তিন রানের মধ্যে শেষ তিন উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় পাকিস্তান। চার দিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে এ জয়ে সিরিজও ড্র করল এইচপি। এর অগে প্রথম ম্যাচে ১৪৮ রানে জিতেছিল পাকিস্তানিরা।

শাহজাদ ও আলির জুটিতে এক পর্যায়ে পাকিস্তানের রান ছিল ৭ উইকেটে ২৮৭। এরপর নিজের টানা দুই ওভারে এই দুজনকেই আউট করে দনে জয়। শেষ ব্যাটসম্যান কাশিফ আলিকে বোল্ড করে ম্যাচ শেষ করে দেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।

বাংলাদেশ অধিনায়ক জয় পুরো ম্যাচেই খেলেছেন অসাধারণ।  শেষ ইনিংসে তিনি ২১ রানে ৫ উইকেট নেন! আর দুই ইনিংসে রান করেন ৬৯ ও ৬৫।

মারারা ওভালে জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের দরকার ছিল ১৬০ রান, বাংলাদেশের প্রয়োজন ছিল ৬ উইকেট। যেখানে ৪৪ রানে অপরাজিত থাকা ওপেনার হাসিবউল্লাহ খানকে ৫১ রানে বোল্ড করে দেন রেজাউর রহমান রাজা। এরপর তাইয়াব তাহির ও ওমাইর বিন ইউসুফ দলকে টেনে নেন অনেকটা দূর। ৬৫ রানের জুটি গড়েন দুজন।

তবে থিতু হয়ে যাওয়া এই দুই ব্যাটসম্যানকেও অল্প সময়ের মধ্যে থামান জয়। ৪৩ রান করে বিদায় নেন তাহির, ৪৫ রানে ওমাইর। দুটি ক্যাচই নেন আইচ মোল্লা।

পাকিস্তান শাহিনসের রান তখন ৭ উইকেটে ২৩০। সেখান থেকেই শাহজাদ আর আলির প্রতিরোধ। একটু একটু করে দলকে এগিয়ে নন দুজন আর ফিকে হতে থাকে বাংলাদেশ এইচপির আশা। দ্বিতীয় নতুন বলেও যখন কাজ হচ্ছিল না, পাকিস্তান যখন লক্ষ্য থেকে কেবল ৯ রান দূরে, আবার বল হাতে নেন জয়। এবারও তিনি চমকে দেন দারুণভাবে।

বল পেয়ে নতুন স্পেলের প্রথম ওভারেই আলিকে বোল্ড করে ৫৭ রানের জুটি ভাঙেন তিনি। নিজের পরের ওভারে ফিরিয়ে দেন তিন চার ও এক ছক্কায় ২৮ রান করা শাহজাদকেও। এরপর শেষ উইকেটও ধরা দেয় দ্রুতই। ফায়সাল আকরামকে বোল্ড করে দলকে আনন্দে ভাসান মুরাদ।

বাংলাদেশ এইচপি দল এরপর খেলবে দুটি একদিনের ম্যাচ ও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে।