ফেলপসের রেকর্ড ভেঙে স্বর্ণ জিতলেন ফরাসি মারশোঁ

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৪, ১২:২৬
শেয়ার :
ফেলপসের রেকর্ড ভেঙে স্বর্ণ জিতলেন ফরাসি মারশোঁ

প্যারিস অলিম্পিকে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙে স্বর্ণ জিতলেন ঘরের ছেলে লিওঁ মারশোঁ। আসরের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলি ইভেন্টে ফ্রান্সকে আনন্দে ভাসান এই তরুণ। এটি অলিম্পিকের মেডলি ইভেন্টের ইতিহাসে ফ্রান্সের প্রথম স্বর্ণ।

এই ইভেন্ট দেখতে গতকাল ফেলপস স্বয়ং উপস্থিত ছিলেন। চলমান অলিম্পিকে এনবিসি টিভির হয়ে কাজ করছেন অলিম্পিকসে ২৩টি স্বর্ণজয়ী এই কিংবদন্তি। সর্বকালের সফলতম অলিম্পিয়ানকে স্বাক্ষী রেখেই অলিম্পিকসে প্রথম সোনার দেখা পেলেন মারশোঁ।

এই ইভেন্টের বিশ্ব রেকর্ড তারই। এ দিন নিজের রেকর্ড ভাঙার সম্ভাবনাও জাগিয়েছিলেন একটা পর্যায়ে। শেষ দিকে খানিকটা মন্থর হয়ে পড়ায় শেষ পর্যন্ত তা আর পারেননি। তবে অলিম্পিকস রেকর্ড ঠিকই গড়েছেন।

মারশোঁ লড়াইয়ের শুরু থেকেই এ দিন এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত ৪ মিনিট ২.৯৫ সেকেন্ড সময় নিয়ে জেতেন তিনি। অবিশ্বাস্যভাবে, রূপাজয়ী জাপানের তোমোইউকি মাতসুশিতা ছিলেন তার প্রায় ৬ সেকেন্ড পেছনে! ব্রোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রের কার্সন ফস্টার।