‘এই দিনটিকে মনে রাখবো’
নারী এশিয়া কাপ টুর্নামেন্ট মানেই যেন ভারতের জয়গাঁথা। ২০০৪ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে ৯ বারের মধ্যে ৭ বারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। মাঝে ২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল বাংলাদেশ। এবার ভারতের রাজ্যে হানা দিল শ্রীলংকা। প্রথমবারের মতো জিতেছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট।
শ্রীলংকার ঘরের মাঠ ডাম্বুলায় স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি ভারত। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছিল উইমেন ইন ব্লুরা। জবাব দিতে নেমে ৮ বল ও ৮ উইকেট হাতে রেখে দাপুটে জয় তুলে নেন চামারি আতাপাত্তুরা।
আজকের ফাইনালে ভারতের হারের বড় কারণ ফিল্ডিং। যাচ্ছেতাই ফিল্ডিংয়ের প্রদর্শনী ঘটিয়েছে ৭ বারের এশিয়ান চ্যাম্পিয়নরা। ফাইনালের গুরুত্বপূর্ণ মঞ্চে মাত্র ১১ রান করেছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। এছাড়া ফাইনালে হাফ সেঞ্চুরি করা হর্শিতা সামারাবিক্রামার একটি সহজ ক্যাচও ছেড়েছেন তিনি। সেই সময়ে হর্শিতার ক্যাচ ধরতে পারলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। দলের অন্যরাও ফিল্ডিংয়ে সফল ছিলেন না।
ম্যাচশেষে ভুল স্বীকার করে নিয়েছেন হারমানপ্রীতও, ‘আমরা পুরো টুর্নামেন্টজুড়ে ভালো ক্রিকেট খেলেছি এবং কোনো সন্দেহ নেই যে আজকের ম্যাচে আমাদের অনেক ভুল ছিল। তার পরিণতিই ভোগ করতে হয়েছে। এটা (১৬৫) ভালো রান ছিল। আমরা পাওয়ারপ্লেতে সাফল্য খুঁজছিলাম। কিন্তু এটা পরিকল্পনা অনুযায়ী হয়নি এবং শ্রীলঙ্কা সত্যিই ভালো ব্যাটিং করেছে।’
আজকের দিনটিকে ভুলতে পারবেন না উল্লেখ করে হারমানপ্রীত বলেন, ‘আসন্ন বিশ্বকাপের (বাংলাদেশের অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ) জন্য আমরা কিছু ক্ষেত্রে উন্নতি করতে চাই। আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করব এবং এই দিনটিকে মনে রাখব। ওরা এতদিন ধরে খুব ভালো ক্রিকেট খেলেছে এবং এই টুর্নামেন্টজুড়েও ওরা দারুণ ক্রিকেট খেলেছে।’