প্যারিসের সিন নদীতে দূষণ, বাতিল হলো অনুশীলন

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৪, ২০:৩৯
শেয়ার :
প্যারিসের সিন নদীতে দূষণ, বাতিল হলো অনুশীলন

প্যারিসের বিখ্যাত সিন নদীতে অনুশীলন করার কথা ছিল এবারের অলিম্পিকে অংশ নিতে যাওয়া ট্রাইঅ্যাথলেটদের (সাতার, দৌড় ও সাইক্লিংয়ের সমন্বিত প্রতিযোগিতা)। তবে নদীতে দূষণের মাত্রা বেশি থাকায় কর্তৃপক্ষকে অনুশীলন বাতিল করতে হয়েছে। 

এক যৌথ বিবৃতিতে অলিম্পিক কর্তৃপক্ষ ও বিশ্ব ট্রাইঅ্যাথলেট জানায়, পানির গুণমান গ্রহণযোগ্য মানের চেয়েও নিচে। এর আগে পরীক্ষায় নদীটিকে সাঁতারের জন্য যথেষ্ট পরিচ্ছন্ন বলে মনে করা হয়েছিল কিন্তু গত ৪৮ ঘণ্টা ধরে ফ্রান্সের রাজধানীতে ভারী বৃষ্টির ফলে মান হ্রাস পেয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘খেলোয়াড়দের স্বাস্থ্য সবার ওপরে।...আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে ‘‘প্যারিস অলিম্পিক’’ ও ‘‘ওয়ার্ল্ড ট্রায়াথলন’’ নিশ্চিত যে প্রতিযোগিতাটি (৩০ জুলাই থেকে) শুরু হওয়ার আগে পানির গুণমান সীমান নীচে চলে আসবে।’

প্রতিযোগিতার দিনে পানির গুণমান যদি প্রয়োজনীয় মানের মধ্যে না পৌঁছায়, তাহলে ট্রায়াথলন ইভেন্টের দুটি রিজার্ভ দিন রয়েছে। ১ ও ২ আগস্টকে সেই দুই দিন হিসেবে রাখা হয়েছে। কিন্তু সেই সময়েও যদি পানির মান উপযুক্ত বলে মনে করা না হয়, তাহলে ‘ট্রায়াথলন’ থেকে সাতার ফেলে ‘ডুয়েলথন’ আয়োজিত হবে। এছাড়া সাতার প্রতিযোগিতাটি প্যারিসের আরেক নদী ভাইরেস-সার-মার্নেতেও নেওয়া হতে পারে।