নারী এশিয়া কাপ /

ভারতকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৪, ১৮:৫৩
শেয়ার :
ভারতকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন শ্রীলংকা

২০০৪ সালে শুরু হওয়া নারী এশিয়া কাপে ভারতের জয়জয়কার থামছিলই না। ২০১৮ সালে শিরোপা জিতে সেই যাত্রায় ছেদ ঘটান বাংলাদেশের নারীরা। ২০২২ সালে পরের আসরে আবারও শিরোপা জেতে ভারত। তবে সেটি আর ধরে রাখতে পারেনি তারা। ঘরের মাঠে এবারের ফাইনালে ৭ বারের চ্যাম্পিয়ন ভারতকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলংকা। 

শ্রীলংকার ডাম্বুলায় টসে জিতে প্রথমে ব্যাট করা ভারত ৬ উইকেট হারিয়ে তোলে ১৬৫ রান। জবাব দিতে নেমে লংকান অধিনায়ক চামারি আতাপাত্তু ও হর্শিতা সামারাবিক্রামার দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ বল ও ৮ উইকেট হাতে রেখে চ্যাম্পিয়ন হয় শ্রীলংকার মেয়েরা। 

১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলংকাকে একদম শুরুর সময় বাদে কখনো চাপে রাখতে পারেননি ভারতের বোলাররা। দলীয় ৭ রানে রানআউটের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছিলেন লংকান ওপেনার ভিসমি গুনারত্নে। এরপর তিনে নামা হর্শিতাকে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন চামারি। দলীয় ৯৪ রানের মাথায় চামারি ফিরলেও লক্ষ্যে অটুট থাকেন হর্শিতা। ৩৩ বলে ফিফটি তুলে নেওয়া চামারি শেষ পর্যন্ত আউট হন ৪৩ বলে ৬১ রান করে। 

চারে নামা কাভিশা দিলহারিকে নিয়ে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন হর্শিতা। এই দুজনের জুটিতে আসে অপরাজিত ৭৩ রান। ৪৩ বলে ফিফটির দেখা পাওয়া হর্শিতা শেষ পর্যন্ত ৫১ বলে ৬৯ রানে অপরাজিত ছিলেন। আরেক পাশে কাভিশা ১৬ বলে করেন অপরাজিত ৩০ রান।

এর আগে প্রথমে ব্যাট করা ভারত ১৬৫ রানের বড় সংগ্রহ গড়ে স্মৃতি মান্ধানার ব্যাটে ভর করে। ৪৭ বলে ৬০ রান করেছেন এই ওপেনার। এছাড়া ১৬ বলে ২৯ রান করে জেমিমা রদ্রিগেজ ও ১৪ বলে ৩০ রান করে রিচা ঘোষ রেখেছেন বড় ভূমিকা।