দুই হাতেই বল করলেন শ্রীলংকান স্পিনার, নিয়ম কী বলছে

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৪, ১৬:২৫
শেয়ার :
দুই হাতেই বল করলেন শ্রীলংকান স্পিনার, নিয়ম কী বলছে

ভারত ও শ্রীলংকার মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দেখা গেল বিরল এক ঘটনা। পাল্লেকেলেতে গতকাল শনিবারের এই ম্যাচে ডান ও বাম; দুই হাতেই বল করেছেন লংকান স্পিনার কামিন্দু মেন্ডিস। 

গতকাল ম্যাচের সময় দেখা যায়, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাটিং করার সময় বাঁ হাতে বল করেছেন কামিন্দু। আর রিশাভ পান্তের ব্যাটিংয়ের সময় হাত পরিবর্তন করে ডান হাতে বল ঘুরিয়েছেন এই স্পিনার। বলে রাখা ভালো, সূর্যকুমার ডান হাতে ও পান্ত বাঁ হাতে ব্যাট করেন।

ওই ওভারে ৯ রান দিয়েছেন কামিন্দু। তার এই বিরল প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। অনেকের মনে প্রশ্ন জেগেছে, একই ওভারে দুই হাতে বল করা যায় নাকি? যদি যায়-ও সেক্ষেত্রে নিয়ম-ই বা কী বলছে?

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিয়ম বইয়ের ২১.১.১ ধারা অনুযায়ী, বল করার আগে অবশ্যই আম্পায়ারকে জানাতে হবে যে, বোলার ডান হাতে বল করতে চান নাকি বাম হাতে, ওভার দ্য উইকেট নাকি রাউন্ড দ্য উইকেটে বল করতে চান। এছাড়া স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটারকেও হাত বদলের ব্যাপার সম্পর্কে অবগত করতে হবে। 

যদি বল করার সময় হাত পরিবর্তনের ব্যাপারটি আম্পায়ারকে না জানানো হয় তাহলে এটি অন্যায় হিসেবে বিবেচিত হবে। এই ক্ষেত্রে আম্পায়ার করে নো বল সংকেত দেবেন।

প্রসঙ্গত, কোচ হিসেবে এটি ছিল গৌতম গম্ভীরের প্রথম ম্যাচ। পূর্ণকালীন অধিনায়ক হিসেবে সূর্যকুমারেরও প্রথম যাত্রা। যেখানে তাদের শুরুটা হয়েছে দুর্দান্ত। ৪৩ রানে জিতেছে দলটি। প্রথমে ব্যাট করা ভারত তুলেছে ৭ উইকেটে ২১৩। ২৬ বলে ৫৮ রান করে ম্যাচসেরা হয়েছেন সূর্যকুমার। জবাব দিতে নেমে ১৭০ রানে থেমেছে লংকানরা।