অলিম্পিক থেকে বাদ পড়ে ২০ বছর বয়সেই অবসর
মাত্র ২০ বছর বয়সেই অবসরের ঘোষণা দিলেন লুয়ানা আলোনসো। চলমান প্যারিস অলিম্পিকে ১০০ মিটার নারী বাটারফ্লাই সাঁতারে অংশগ্রহণের পরই এমন সিদ্ধান্ত নেন এই প্যারাগুইয়ান লাস্যময়ী তরুণী।
আলোনসো এর আগে জানিয়েছিলেন প্যারিস অলিম্পিকে তিনি যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে একশর ওপর মানুষ শুভেচ্ছা জানান।
১০০ মিটার নারী বাটারফ্লাই সাঁতারে আলোনসো ষষ্ঠস্থান অর্জন করেন। তিনি জর্জিয়া আনা নিজহারাদজের থেকে ০.২৪ সেকেন্ড পেছনে থেকে শেষ করেন। ফলে অল্পের জন্য ইভেন্টটির সেমিফাইনাল মিস করেন।
গতকাল শনিবার সকালে ইনস্টাগ্রামে এই প্যারাগুইয়ান লিখেন, ‘এটা অফিসিয়াল ঘোষণা! আমি সাঁতার থেকে অবসর নিচ্ছি। আমাকে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ। দুঃখিত প্যারাগুয়ে, আমি শুধু তোমাদের ধন্যবাদ দিতে চাই।’