ফ্লাইওভার থেকে লাফ দিয়ে ক্রিকেটারের মৃত্যু
ফ্লাইওভার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এস স্যামুয়েল রাজ নামের ভারতের এক ক্রিকেটার। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকালে দেশটির গুইন্ডির কাঠিপাড়া এলাকায় ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের মৃত্যু হয়।
এ বিষয়ে পুলিশ সূত্র থেকে জানা গেছে, ২০ ফুট উচ্চতা থেকে ওই ক্রিকেটার সুইসাইড করার জন্য লাফিয়ে পড়েন। যদিও তার কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে তার কিছু বন্ধুর সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। আরও জানা গেছে, এই ক্রিকেটার ভারতের তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) শহর ভিত্তিক স্কোয়াডের জন্য নির্বাচিত না হওয়ার কারণে আত্মহত্যা করেছেন।
এস স্যামুয়েল রাজ ভিরুগামবাক্কামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, একটি অনুশীলন সেশন শেষ করে সে বাট রোডের দিকে তার টু-হুইলারে করে যাচ্ছিলেন। কাঠিপাড়া ফ্লাইওভারের মাঝখানে তার সেই টু হুইলার থেমে যায় এবং তিনি লাফিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে এমনটাই জানিয়েছেন। তাকে দেখতে পেয়ে স্থানিয়রা পুলিশকে জানায় এবং একটি অ্যাম্বুলেন্স ডাকে।
এরপর দ্রুত এই ক্রিকেটারকে ক্রোমপেট সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।