অলিম্পিকে প্রথম ডোপপাপী ইরাকের সেহেন
অলিম্পিকে ইভেন্টে নামার আগেই দুঃসংবাদ শুনলো ইরাক। প্যারিস আসরে উদ্বোধনের কিছু সময় আগে তাদের দলের জুডো খেলোয়াড় সাজ্জাদ সেহেন ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। এই ইরাকি অ্যাথলেটই হলেন চলমান অলিম্পিকে প্রথম ডোপপাপী।
শুক্রবার ইরাকের এই পুরুষ জুডোকার ডোপ পজিটিভ হওয়ার খবরটি জানিয়েছে ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ)। এর আগে প্যারিসে কয়েকজন ক্রীড়াবিদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। যাদের মধ্যে ২৮ বছর বয়সী এই জুডো খেলোয়াড়ের টেস্ট পজিটিভ হয়েছে।
আগামী মঙ্গলবার ৮১ কেজি ওজন শ্রেণিতে তার প্রতিযোগিতা হওয়ার কথা ছিল সেহেনের। শৃঙ্খলামূলক মামলা চলবে তার বিরুদ্ধে। এ সময় সেহেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আইটিএ বলেছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যান্টি-ডোপিং নীতিমালা অনুসারেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার মানে হলো, এই ক্রীড়াবিদকে খেলায় অংশগ্রহণ, প্রশিক্ষণসহ অলিম্পিক গেমস চলাকালীন কোনো কার্যকলাপে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা হয়েছে।